দেশে চশমার উৎপাদন বাড়ানোর আহ্বান এফবিসিসিআই’র

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০৮ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৩
অপটিক্যাল মেলায় এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন

আমদানি নির্ভরতা কমিয়ে দেশেই চশমা উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) অপটিক্যাল মেলা ‘বাংলা অপটিকা-২০২৩’ উদ্বোধন অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ চশমাশিল্প ও বণিক সমিতি এই অনুষ্ঠানের আয়োজন করে।

আরও পড়ুন: চশমা এলো কেমন করে

এফবিসিসিআই সভাপতি বলেন, অবৈধভাবে চশমা আমদানি প্রতিরোধে ব্যবস্থা নিতে হবে। চশমা একটি জরুরি পণ্য, এর চাহিদাও বেশি। কিন্তু চাহিদার পুরোটাই আমদানি করতে হচ্ছে বাংলাদেশকে। অথচ চশমার উৎপাদন প্রক্রিয়া কঠিন কোনো কাজ নয়। প্রয়োজনে কাঁচামাল আমদানি করে দেশেই চশমা উৎপাদন করতে হবে উদ্যোক্তাদের।

আরও পড়ুন: যেসব সুবিধা নিয়ে আসছে স্মার্ট চশমা

চশমাশিল্পের প্রসার ও সংকট নিরসনে আগামী বাজেটের আগেই ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে অর্থমন্ত্রণালয়সহ জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে আলোচনা করা হবে বলেন জানান এফবিসিসিআই সভাপতি। এছাড়া চশমাশিল্পের উন্নয়নে এফবিসিসিআই সব ধরনের সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেন তিনি।

মো. জসিম উদ্দিন বলেন, বর্তমান সরকার ব্যবসাবান্ধব সরকার। এই সুযোগ ব্যবসায়ীদের কাজে লাগাতে হবে। দেশে দক্ষ জনশক্তি রয়েছে, উন্নত প্রযুক্তি রয়েছে। সরকারও সহযোগিতা দিচ্ছে। তাই দেশে চশমাশিল্প গড়ে না ওঠার কোনো কারণ নেই।

আরও পড়ুন: দেশেই চশমা তৈরির আহ্বান বাণিজ্যমন্ত্রীর

বাংলাদেশ চশমাশিল্প ও বণিক সমিতির সভাপতি শেখ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- এফবিসিসিআই’র পরিচালক নিজাম উদ্দিন রাজেশ, হাফেজ হারুন, বাংলাদেশ অপটিক্যাল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশনের (বোটা) সভাপতি সানাউল্লাহ খান, মেলা কমিটির চেয়ারম্যান মো. বাবুল হোসেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (বোটা) মো. মিজানুর রহমান, ভাইস প্রেসিডেন্ট আনোয়ার হোসেন খান, মেলা কমিটির উপদেষ্টা প্রমুখ।

ইএআর/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।