কার হিসাব খুলছেন পরিচয় জানুন : গভর্নর
ব্যাংকে কার হিসাব (অ্যাকাউন্ট) খুলছেন তার পরিচয় জেনে নিশ্চিত হয়ে হিসাব খুলতে ব্যাংকারদের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। তিনি বলেছেন, ব্যাংকে কার হিসাব খুলছেন, সে কি করেন, কি তার পরিচয় এসব জেনে নিন। এসব নিশ্চিত হলে সন্ত্রাসে অর্থায়ন ও অর্থ পাচার অনেকটা কমে যাবে।
বৃহস্পতিবার রাজশাহীতে অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন বিষয়ক এক আঞ্চলিক সম্মেলনে প্রধান অতিথির বক্তেব্যে তিনি এ নির্দেশ দিয়েছেন। নানকিং দরবার হলে এর আয়োজন করে বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট ও বাংলাদেশ ব্যাংকের রাজশাহী শাখা।
অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়নকে উন্নয়নের বাধা উল্লেখ করে আতিউর রহমান বলেন বলেন, এসব ক্ষেত্রে কোন ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না। এটাকে অবলোপন আমরা করি না। দেখতে পারছেন কয়েকটি ব্যাংককে জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন সব দেকেন বিবেচিত হচ্ছে। এসব দেশের আর্থ সামজিক উন্নয়নের বাধা। এ অপরাধে রোধ করা না গেলে ঝুঁকির পরিমাণ বাড়ে। চোরাচালান, মাদক ব্যবসা, সন্ত্রাস, জঙ্গিবাদসহ অপরাধমূলক কর্মকান্ড অবৈধ লেনদেনের মাধ্যমে হয়ে থাকে। তাই অবৈধ লেনদেন প্রতিরোধ করতে হবে।
গভর্নর বলেন, ব্যাংকগুলোকে নিজ নিজ প্রতিষ্ঠানের আইন, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ পরিপালন নিশ্চিত করতে হবে। তাই ব্যাংকের আরো সততা, স্বচ্ছতা নিয়ে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, ব্যাংক খাত এখন অনেক পরিষ্কার। কিছু দিনের মধ্যে আরো আয়নার মতো হবে। আবর্জনা বের হচ্ছে। তাই অনেকে মনে করছেন, ঝড় ওঠেছে, কিন্তু পরিষ্কার একটি ব্যাংক খাত রেখে যাবো আমরা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান, জিন্নাতুল বাকেয়া, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মনজুর আহমেদ, আল আরাফাহ ইসলামি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবীবুর রহমান বক্তব্য রাখেন।