ফ্রিল্যান্সারদের ইআরকিউ হিসাব সুবিধা দেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৭ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৩
ফাইল ছবি

 

ফ্রিল্যান্সারদের ইআরকিউ হিসাব সুবিধা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মু্দ্রা ও নীতি বিভাগ এফইপিডি এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

সেবাখাতের আয় বৃদ্ধির লক্ষ্যে আইসিটিখাতসহ অন্যান্য সেবা রপ্তানিকারকদের প্রয়োজনীয় ইআরকিউ হিসাব খোলা, আন্তর্জাতিক ডেবিট, ক্রেডিট বা প্রিপেইড কার্ড ইস্যু ও তা দিয়ে অনলাইন পদ্ধতিতে প্রয়োজনীয় ব্যয় নির্বাহের ব্যবস্থা করার জন্য সার্কুলারে বলা হয়েছে।

আইসিটি খাতে নানা ধরনের ব্যয় বিদেশে প্রেরণ করতে হয়। কিন্তু ফ্রিল্যান্সারদের নামে ইআরকিউ হিসাব না থাকায় কার্ড সুবিধার আওতায় সহজ উপায়ে বৈদেশিক লেনদেন সম্ভব হয় না মর্মে আইসিটিখাতের সংশ্লিষ্টরা জানান। তাছাড়া দেশের প্রত্যন্ত অঞ্চলে কর্মরত ফ্রিল্যান্সারদের এডি ব্যাংক শাখা নয়- এমন ব্যাংক শাখা ইআরকিউ হিসাবসহ কার্ড সেবা দিতে পারে না।

আরও পড়ুন: তলানিতে সঞ্চয়পত্র বিক্রি, বাড়ছে ব্যাংকঋণ

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায়, এডি শাখা নয়- এমন ব্যাংকের মাধ্যমে আয় প্রত্যাবাসনের ক্ষেত্রে নিকটবর্তী এডি শাখা বা সেন্ট্রাল ট্রেড প্রোসেসিং সেন্টার কিংবা প্রধান কার্যালয়ের সহায়তায় ইআরকিউ হিসাব খোলা ও কার্ড সার্ভিস সুবিধা দেওয়ার জন্য বলা হয়েছে। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে আয় প্রত্যাবাসনের ক্ষেত্রে সেটেলমেন্ট ব্যাংককে ইআইকিউ হিসাব খোলাসহ আন্তর্জাতিক কার্ড ইস্যুর ব্যবস্থা করার জন্য বলা হয়।

আরও পড়ুন: ডিসেম্বরেও লক্ষ্য অর্জন হয়নি বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধিতে

এতে আইসিটি খাতসহ সেবাখাতের রপ্তানিকারকদের ইআরকিউ হিসাব খোলার সুবিধাসহ আন্তর্জাতিক কার্ড দেওয়ার ব্যবস্থা করলে এ খাতে আয় বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

ইএআর/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।