বাণিজ্যমেলা

প্রাণের ফ্যাশন ব্র্যান্ড ‘উইনারে’ চলছে বিশেষ ছাড়

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৫:২৩ পিএম, ২৭ জানুয়ারি ২০২৩

আগামী ৩১ জানুয়ারি শেষ হওয়ার কথা রয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৭তম আসর। সেই হিসেবে মেলার শেষ শুক্রবার আজই।আর শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় জমে উঠেছে বাণিজ্যমেলা। গত কয়েকদিনের তুলনায় আজ ক্রেতা-দর্শনার্থী বেশি। মেলার বিভিন্ন স্টল ও প্যাভিলিয়নে চলছে শেষ মুহূর্তের নানা অফার। দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণের ফ্যাশন ব্র্যান্ড ‘উইনার’ এর বিভিন্ন ধরনের পোশাকে চলছে বিশেষ মূল্যছাড়। তাই, উইনারের স্টলে ঢল নেমেছে ক্রেতা-দর্শনার্থীর।

শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে সরেজমিনে বাণিজ্যমেলায় উইনারের স্টল ঘুরে এমন চিত্র চোখে পড়ে।

জানা যায়, মেলা উপলক্ষে উইনারের বিভিন্ন পণ্যে ১০ শতাংশ থেকে ৩০ শতাংশ মূল্যছাড় চলছে। এগুলোর মধ্যে ছাড় দিয়ে টি-শার্ট ৪৬২ টাকা, প্যান্ট ১ হাজার ৩৫০ টাকা, জ্যাকেট ১ হাজার ২০ টাকা, গ্লিটার লিকুইড ১২০ টাকা, বাচ্চাদের ডায়াপার (৩০ পিস) ১ হাজার টাকার বিক্রি হচ্ছে। পাশাপাশি ৫০০ মিলি গ্লিটার লিকুইডের সঙ্গে ২৫০ মিলি ফ্রি দেওয়া হচ্ছে।

মেলায় তৈয়বুর রহমান তৈয়ব নামে এক ক্রেতা জাগো নিউজকে বলেন, ছুটির দিন হওয়ায় সপরিবারে বাণিজ্যমেলায় এসেছি। মেলার প্রবেশ পথে সিরিয়ালে দাঁড়িয়েছিলাম। আজ মানুষের চাপ রয়েছে। আমি প্রতি বছর মেলার শেষের দিকে আসি। কারণ শেষ মুহূর্তে বিক্রেতারা বিভিন্ন পণ্যে বিশেষ ছাড় দিয়ে থাকেন। উইনারের টি-শার্টগুলোর ডিজাইন খুব পছন্দ হয়েছে। নিজের জন্য একটি কিনেছি।

কথা হলে উইনার স্টলের ইনচার্জ আরিফুল ইসলাম বলেন, আমাদের বেচাকেনা ভালো যাচ্ছে। মেলার শুরু দিকে তেমন ক্রেতা না থাকলেও শেষপর্যায়ে উইনার স্টলে ভিড় করছেন ক্রেতা-দর্শনার্থীরা। বিভিন্ন পণ্যের ওপর সর্বোচ্চ ৩০ শতাংশ ছাড় দিচ্ছি। এছাড়া কিছু পণ্য রয়েছে যেগুলোতে বাই ওয়ান গেট ওয়ান অফার দেওয়া রয়েছে।

এবারের মেলায় পণ্যের পসরা সাজিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ প্রাণ-আরএফএল। দুটি প্যাভিলিয়নে ১২০টির মতো নতুন পণ্যসহ প্রায় ৬ হাজার ৪০০ পণ্য প্রদর্শন করছে প্রতিষ্ঠানটি। এছাড়া মেলা উপলক্ষে রয়েছে ১০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত ছাড়।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলছে এই বাণিজ্যমেলা। তবে সাপ্তাহিক বন্ধের দিন রাত ১০টা পর্যন্ত চলবে। এবারে মেলার প্রবেশমূল্য প্রাপ্তবয়স্কদের জন্য ৪০ টাকা এবং অপ্রাপ্ত বয়ষ্কদের জন্য ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। অনলাইনে ৫০ শতাংশ ডিসকাউন্টে মেলার টিকিট কেনা যাবে।

রাশেদুল ইসলাম রাজু/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।