সূচক ও লেনদেনের পতন


প্রকাশিত: ০৯:৪৭ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার দেশের দুই স্টক এক্সচেঞ্জে দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরণের সূচকের পাশাপাশি কমেছে টাকার অংকে লেনদেনর পরিমাণ।

একই সঙ্গে কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দর।  অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বুধবার ডিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ৪৮৫ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা গত কার্যদিবসের চেয়ে ৮৬ কোটি টাকা বা ১৫ দশমিক ০৫ শতাংশ কম। মঙ্গলবার লেনদেন হয়েছিল ৫৭১ কোটি টাকা।

দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান সূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট কমে চার হাজার ৫৭৯ পয়েন্টে অবস্থান করছে এবং শরীয়া সূচক ডিএসইএস ৮ পয়েন্ট কমে ১ হাজার ১২০ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক দশমিক ১৯ পয়েন্ট কমে ১ হাজার ৭৫৭ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে ৩২২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ১১০ টির, কমেছে ১৬০ টির আর অপরিবর্তিত রয়েছে ৫২টি প্রতিষ্ঠানের শেয়ারের।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স ৩৫ পয়েন্ট কমে ৮ হাজার ৬১৬ পয়েন্টে অবস্থান করছে। সিএসই৫০ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ৩৩ পয়েন্টে সিএসই৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৮২১ পয়েন্টে এবং সিএএসপিআই ৫৯ পয়েন্ট কমে ১৪ হাজার ১৭৬ পয়েন্টে অবস্থান করছে।  এদিন সিএসইতে মোট ২৪১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ১২৪ টির আর অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫২ কোটি ৭৯ লাখ টাকার।

এসআই/এএইচ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।