বাণিজ্যমেলা
প্রতিবন্ধী ব্যক্তিদের তৈরি পণ্যের স্টলে ক্রেতাদের ভিড়
দিন যত গড়াচ্ছে ততই ক্রেতা-দর্শনার্থীদের আনাগোনা বাড়ছে বাণিজ্যমেলায়। এরপর আজ ছুটির দিন হওয়ায় মেলায় ক্রেতাদের ঢল নেমেছে। বেড়েছে বেচাকেনা, ফলে ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে। তবে বরাবরাই মেলায় কিছু স্টল ও প্যাভিলিয়নে ক্রেতা-দর্শনার্থীর ভিড় থাকে। এগুলোর মধ্যে অন্যতম প্রতিবন্ধী ব্যক্তিদের দ্বারা উৎপাদিত মুক্তা ড্রিংকিং ওয়াটার ও মৈত্রী প্লাস্টিক স্টল। আজও এ স্টলে ক্রেতাদের উপচেপড়া ভিড় রয়েছে।
শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায়।
আরও পড়ুন: বাণিজ্যমেলায় নারীদের পছন্দ ‘গোল্ডেন রোজ’
জানা যায়, মেলা উপলক্ষে বিভিন্ন পণ্যসামগ্রীতে নানা অফার দিচ্ছে মুক্তা ড্রিংকিং ওয়াটার ও মৈত্রী প্লাস্টিক। এগুলোর মধ্যে রয়েছে- ১৫০ মিলিলিটার পানি ৮ টাকার পরিবর্তে ৫ টাকায়, ২৫০ মিলিলিটার পানি ১৫ টাকার পরিবর্তে ৯ টাকা, এক লিটার পানি ২৫ টাকার পরিবর্তে ২০ টাকা, ৫ লিটার পানি ৭০ টাকার পরিবর্তে ৬০ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়াও হিট কুকার ৫০০ টাকার পরিবর্তে ৪৫০ টাকায়, প্লাস্টিকের র্যাক ৫২৫ টাকার পরিবর্তে ৫০০ টাকায়, ৪০ টাকার প্রতি পিস টিফিন বক্স ৪টি কিনলে পাওয়া যাচ্ছে ১০০ টাকায়। মেলায় ৪ লিটার কন্টেইনার একটি কিনলে বিনামূল্যে পাওয়া যাচ্ছে আরেকটি। ২৫০ টাকার জগ বিক্রি হচ্ছে ১৫০ টাকায়, সঙ্গে আরেকটি জগ বিনামূল্যে মিলছে। বালতি ৩৫০ টাকার পরিবর্তে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে, সঙ্গে বিনামূল্যে রয়েছে মগ।
স্টলে প্লাস্টিকপণ্য কিনতে আসা শারমিন আক্তার জাগো নিউজকে জানান, এখানকার সব পণ্য বেশ কম দামে বিক্রি হচ্ছে। তাই সংসারের জন্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে যাচ্ছি।
আরও পড়ুন: বাণিজ্যমেলায় পাটের তৈরি নানা পণ্যের পসরা
কামাল হোসেন নামের আরেক ক্রেতা জানান, এই স্টলে প্রতিটি পণ্য খুব ভালো মানের। আবার লাভের পুরো অংশ প্রতিবন্ধী ব্যক্তিদের কাছে যাবে। তাই এখান থেকে কিছু জিনিসপত্র কিনলাম।
এ বিষয়ে স্টলটির বাণিজ্যিক কর্মকর্তা সাইদুল ইসলাম জাগো নিউজকে জানান, মেলা উপলক্ষে আমাদের সব পণ্য সুলভ মূল্যে বিক্রি হচ্ছে। এদের সব পণ্য প্রতিবন্ধী ব্যক্তিদের তৈরি এবং এগুলো বিক্রির টাকাও প্রতিবন্ধীদের জন্য ব্যয় হবে। গতবারের তুলনায় এবার মেলায় ভালো সাড়া পাচ্ছেন বলেও জানান তিনি।
আরও পড়ুন: বাণিজ্যমেলায় নারীদের পছন্দের শীর্ষে ভেজিটেবল কাটার
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাণিজ্য মন্ত্রণালয় ১৯৯৫ সাল থেকে যৌথ উদ্যোগে মেলার আয়োজন করছে। ২০২০ সাল পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত হতো এ মেলা। এরপর ২০২১ সালের জানুয়ারিতে পূর্বাচলে মেলা আয়োজনের প্রস্তুতি শুরু হলেও কোভিড-১৯ মহামারির কারণে তা আর মাঠে গড়ায়নি। পরে ২০২২ সালের জানুয়ারিতে প্রথমবারের মতো পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হয় বাণিজ্যমেলা।
এবারের মেলায় বাংলাদেশ ছাড়াও ভারত, হংকং, তুরস্ক, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, থাইল্যান্ড, নেপালসহ ১২টি দেশের ব্যবসায়ীরা তাদের পণ্য নিয়ে হাজির হয়েছেন। মেলায় ১৭টি বিদেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
রাশেদুল ইসলাম রাজু/কেএসআর/জিকেএস