বাণিজ্যমেলায় নজর কাড়ছে তার্কিশ কার্পেট

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০২:৩৮ পিএম, ১৩ জানুয়ারি ২০২৩

বর্ণিল সাজে সেজেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে স্থায়ী ভেন্যুতে বসা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৭তম আসর। প্রথম কয়েক দিন কিছুটা অগোছালো থাকলেও গত কয়েকদিন ধরে জমে উঠতে শুরু করেছে মেলা। প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর সংখ্যা। ছুটির দিনে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এদিকে মেলায় এবার দেখা গেছে তার্কিশ কার্পেটের স্টল। এই স্টলটি নানা ধরনের কার্পেট দিয়ে সাজানো। দাম একটু বেশি হলেও ক্রেতারা কিনছেন কার্পেট।

jagonews24

শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুরে বাণিজ্যমেলার তার্কিশ কার্পেটের স্টলে গিয়ে দেখা যায়, মেলা উপলক্ষে স্টলটিতে থাকা বিভিন্ন কার্পেটে ১০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। এই স্টলটিতে সিল্ক, কটন থেকে শুরু করে সব ধরনের কার্পেট রয়েছে। প্রকারভেদে এক একটি কার্পেট ৬০০ টাকা থেকে শুরু করে এক লাখ ২০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। তবে অধিকাংশ ক্রেতাদের চাহিদা একটু কম দামের কার্পেট।

আরও পড়ুন: বাণিজ্যমেলায় নারীদের পছন্দ ‘গোল্ডেন রোজ’

আড়াইহাজার থেকে পরিবার নিয়ে আসা আফজাল শরীফ নামের এক ক্রেতা বলেন, আমাদের এলাকায় ভালো কার্পেট পাওয়া যায় না। তার্কিশ কার্পেটগুলো দেখতেও খুব সুন্দর। যা ঘরের সৌন্দর্যকে বাড়িয়ে দেয়। তাই এখান থেকে দুটি কার্পেট কিনে নিয়ে যাচ্ছি।

jagonews24

সুরভী আক্তার নামের এক গৃহিণী বলেন, তার্কিশ কার্পেটগুলো সচরাচর সব জায়গায় পাওয়া যায় না। কেনাকাটা করতে এসে এই স্টলটি চোখে পড়লো। তাই কার্পেট কিনতে এখানে চলে আসা।

আরও পড়ুন: বাণিজ্যমেলা: ক্ষুদ্র-কুটিরশিল্পের পণ্যে অনাগ্রহ ক্রেতাদের

তার্কিশ কার্পেট স্টলটির ইনচার্জ মো. হোসাইন বলেন, আমাদের কার্পেটগুলো হাতের তৈরি। তাই দাম একটু বেশি। তবে যে ক্রেতাই আমাদের স্টলে প্রবেশ করছেন প্রত্যেকেই একটি নয়তো দুটি কার্পেট কিনে নিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে এবার আমরা ক্রেতাদের ভালো সাড়া পাচ্ছি।

jagonews24

মেলার সার্বিক বিষয় জানতে চাইলে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব ও বাণিজ্যমেলা পরিচালক ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, মেলায় নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছেন। দিন যত যাচ্ছে মেলা ততই জমে উঠছে। আমরা সর্বাত্মক চেষ্টা করছি, বাণিজ্যমেলাকে সফলভাবে শেষ করতে।

রাশেদুল ইসলাম রাজু/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।