বাণিজ্যমেলায় নারীদের দৃষ্টি কাড়ছে এই থ্রি-পিস

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১০:২৯ এএম, ১৩ জানুয়ারি ২০২৩

১ জানুয়ারি থেকে চলছে ২৭তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা (ডিইটিএফ)। স্থায়ী ভেন্যুতে দ্বিতীয়বারের মতো এ মেলার আয়োজন করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং বাণিজ্য মন্ত্রণালয় যৌথভাবে। প্রথম কয়েকদিন ভিড় কম থাকলেও গত দুদিন ধরে জমে উঠছে মেলা। সন্ধ্যা হলেই লোকে লোকারণ্য হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ।

এদিকে মেলায় আসা নারীদের দৃষ্টি কাড়ছে প্রিয়া টেক্সটাইলের থ্রি-পিস। সব বয়সী নারীরা ভিড় জমাচ্ছেন এই স্টলে।

treepice-(1).jpg

স্টল সংশ্লিষ্টরা জানান, প্রিয়া টেক্সটাইল এবার বাহারি পোশাক নিয়ে হাজির হয়েছে মেলায়। মেলা উপলক্ষে বিভিন্ন ধরনের থ্রি-পিসে তারা ১০ শতাংশ থেকে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছেন। স্টলটিতে ৫০০ টাকা থেকে শুরু করে ৩ হাজার ৫৫০ টাকার থ্রি-পিছ রয়েছে। এগুলোর মধ্যে ৬৫০ টাকার থ্রি-পিছ একসঙ্গে তিনটি কিনলে ৪৫০ টাকা ছাড় দিয়ে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

treepice-(1).jpg

থ্রি-পিস কিনতে আসা তানিয়া আক্তার নামের এক ক্রেতা জানান, এবারের মেলা গতবারের তুলনায় বেশি জাঁকজমকপূর্ণ মনে হচ্ছে। মেলায় প্রবেশ করেই চোখে পড়লো, প্রিয়া টেক্সটাইল অফার দিয়েছে। তাই স্টলটি থেকে দুটি থ্রি-পিস কিনলাম।

স্টলটির ইনচার্জ জালাল আহমেদ জানান, ক্রেতাদের মোটামুটি সাড়া পাচ্ছি। তবে আমরা এবার যেসব পণ্য নিয়ে হাজির হয়েছিলাম, ভেবেছিলাম আরও বেশি সাড়া পাবো। আশা করছি শেষের ১০-১৫ দিন ক্রেতাদের আরও ভালো সাড়া পাবো।

treepice-(1).jpg

এবারের মেলায় দেশি-বিদেশি স্টল ও প্যাভিলিয়নের সংখ্যা ৪৮৩টি। এরমধ্যে বিভিন্ন ক্যাটাগরির প্যাভিলিয়নের সংখ্যা ১১২টি, মিনি প্যাভিলিয়নের সংখ্যা ১২৮ ও বিভিন্ন ক্যাটাগরির স্টলের সংখ্যা ২৪৩টি।

treepice-(1).jpg

এবার মেলায় অংশ নিয়েছে ২১টি দেশ। এরমধ্যে বাংলাদেশ ছাড়াও রয়েছে থাইল্যান্ড, ইরান, তুরস্ক, নেপাল, চীন, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, হংকং, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, জার্মানি, অস্ট্রেলিয়া, ভুটান, ব্রুনাই, দুবাই, ইতালি ও তাইওয়ান।

রাশেদুল ইসলাম রাজু/এমএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।