ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা
টেস্টি ট্রিট প্যাভিলিয়নে ভোজনরসিকদের উপচেপড়া ভিড়
প্রথম কয়েকদিনের খরা কাটিয়ে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। প্রতিদিনই বাড়ছে ক্রেতা-দর্শনার্থী। বরাবরের মতো এবারও মেলায় ক্রেতাদের আগ্রহের শীর্ষে প্রাণ-আরএফএল গ্রুপের বিভিন্ন পণ্যের প্যাভিলিয়নে। এবারের বাণিজ্যমেলার শুরু থেকেই টেস্টি ট্রিট প্যাভিলিয়নে ভোজনরসিকদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। বাহারি পদের নানা খাবারের স্বাদ নিতে এখানে প্রতিদিনই দূর-দূরান্ত থেকে ছুটে আসছে মানুষ।
বুধবার (১১ জানুয়ারি) ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার টেস্টি ট্রিট প্যাভিলিয়নে সরেজমিনে এমন চিত্র দেখা যায়।
মেলা উপলক্ষে টেস্টি ট্রিট প্যাভিলিয়নের সব খাবারেই রয়েছে নানা অফার। এই প্যাভিলিয়নে পুডিং কেক স্লাইস বিক্রি হচ্ছে ৯০ টাকায়। এছাড়াও এগ পুডিং ৪০ টাকা, মেক্সিকান সাব স্যান্ডউইচ ১৫০ টাকা, মেক্সিকান হট ডগ ৯০ টাকা, মেক্সিকান স্টেক বার্গার ১৫০ টাকা, চিকেন মোমো (৬ পিস) ১০০ টাকা, ৪ পিস কাস্টার্ড বান ৭০ টাকা, কফি ২৫ টাকা, টেস্টি ট্রিট মাসালা নিমকি ৯০ টাকা, বারবিকিউ পিৎজা ২৬০ টাকা এবং ফ্রাই রোল ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
এখানে খাবার খেতে আসা তরুণী আফসানা আক্তার জানান, টেস্টি ট্রিটের খাবার সবসময় আমার পছন্দের তালিকায় শীর্ষে থাকে। তাই মেলায় কেনাকাটা করার আগেই এখানে চলে এলাম নানা খাবারের স্বাদ নিতে।
পরিবার নিয়ে আসা রফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, কেনাকাটা করতে দুপুরে বাণিজ্যমেলায় এসেছি। বিভিন্ন প্যাভিলিয়ন ঘুরে পরিবারের জন্য নানা জিনিসপত্র কিনতে অনেক ধকল গেছে, ক্ষুধাও লেগেছে। তাই খাবার খেতে এখানে চলে আসলাম।
সুরভী আক্তার নামের এক তরুণী জানান, চিকেন মোমো আমার খুব প্রিয় একটি খাবার। মেলা উপলক্ষে টেস্টি ট্রিটের চিকেন মোমোতে অফার চলছে, তাই আমার এখানে আসা।
টেস্টি ট্রিট প্যাভিলিয়নের ইনচার্জ মো. সোহাগ জাগো নিউজকে জানান, মেলার প্রথমদিন থেকেই আমরা খাবারপ্রেমীদের ভালো সাড়া পাচ্ছি। আশা করছি আগামী দিনগুলোতে আরও সাড়া পাবো। আমাদের খাবারের সুনাম দীর্ঘদিনের। তাই যেকোনো ভোজনরসিক মানুষ মেলায় এসে টেস্টি ট্রিটের স্বাদ না নিয়ে ঘরে ফেরেন না।
রাশেদুল ইসলাম রাজু/কেএসআর/জিকেএস