কঠিন সময়ে একযোগে কাজ করতে হবে: আহসান খান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২৪ পিএম, ২০ নভেম্বর ২০২২

চলমান অর্থনৈতিক সংকটে বিচলিত না হয়ে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান খান চৌধুরী।

রোববার (২০ নভেম্বর) বিকেলে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ‘৮ম বাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপো-২০২২’র সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিন দিনব্যাপী এই মেলার আয়োজন করে বাংলাদেশ এগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা)। গত বৃহস্পতিবার (১৮ নভেম্বর) পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এই মেলার উদ্বোধন করেছিলেন।

আহসান খান চৌধুরী বলেন, আমাদের এগ্রো প্রসেসিং শিল্প এগিয়ে যাচ্ছে। আজ থেকে ৮ বছর আগে ছোট্ট একটি জায়গায় ফুড এক্সপো করেছিলাম। এবার অনেক বড় পরিসরে আয়োজন হলো। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। তারা নতুন পণ্য ও প্রযুক্তির সন্ধান দিয়েছেন এই মেলায়।

কঠিন সময়ে একযোগে কাজ করতে হবে: আহসান খান চৌধুরী

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি আমাদের সঙ্গে আপনারা সম্পৃক্ত হচ্ছেন, এজন্য আপনাদের ধন্যবাদ। আমরা যে পেপটিকটা কিনে আনি বিদেশ থেকে সেটা এখন বাংলাদেশেই উৎপাদন করছেন শিক্ষার্থীরা। আশা করছি আপনারা আরও ভালো করবেন।

তিনি আরও বলেন, কেবল বাংলাদেশ নয়, পুরো পৃথিবী কঠিন সময় পার করছে। বিচলিত হলে হবেন না, সবাইকে একযোগে কাজ করতে হবে। আমরা ফিলিপাইনে একটা মেলা করছি। আমাদের পণ্য সম্ভারের পরিচিতি বাড়াতে সরকার দূতাবাসের মাধ্যমে এই মেলাগুলোর আয়োজন করছে। আমরা চেষ্টা করছি। ফিলিপাইনে দেশীয় পণ্যের প্রচার আমরা করতে পারবো।

তিনি বলেন, বর্তমানে এক বিলিয়নের মার্ক আমরা অতিক্রম করেছি। সবার প্রচেষ্টায় এগ্রো প্রসেসিং সেক্টর অগ্রগামী সেক্টরে পরিণত হবে।

বাপার সাবেক সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর হোসাইন বলেন, উৎপাদিত পণ্যের মান নিশ্চিতে সবার কাজ করতে হবে। শুধু রপ্তানিযোগ্য পণ্যের মান নিশ্চিত করবেন, দেশীয় পণ্যের মান থাকবে না এটা যেন না হয়। কৃষিপণ্য থেকে আমাদের সবকিছু। কৃষকের উৎপাদিত পণ্য কারখানা হয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছায়, এজন্য কৃষককে তার পণ্যের ন্যায্যমূল্য দিতে হবে।

বনফুল-কিষোয়ান গ্রুপের চেয়ারম্যান এম এ মোতালেব, বিডি গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর মেজর জেনারেল মোহাম্মদ রুহুল আমিন প্রমুখ এতে উপস্থিত ছিলেন।

এসএম/এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।