১৫ হাজার তরুণের উপস্থিতিতে হয়ে গেলো ‘নভেম্বর রেইন’ কনসার্ট

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৫৫ এএম, ২০ নভেম্বর ২০২২

রিয়েলমির সহযোগিতায় নভেম্বর রেইন কনসার্ট অনুষ্টিত হয়েছে। সম্প্রতি প্রায় ১৫ হাজার তরুণের উপস্থিতিতে ঢাকার আইসিসিবি’তে (ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা) এ নভেম্বর রেইন কনসার্ট হয়। এসময় কনসার্টে সংগীত উপভোগের পাশাপাশি রিয়েলমি প্যাভিলিয়নে ছিল তরুণদের সরব উপস্থিতি।

বাজারে নতুন আসা রিয়েলমি সি৩৩ এক্সপেরিয়েন্স করে দেখার পাশাপাশি অসংখ্য উপহার জিতে নিয়েছেন অংশগ্রহণকারীরা।

তরুণদের প্রতিভা বিকাশের জন্য এরই মধ্যে ‘রিয়েলমি হাসল’ প্ল্যাটফর্মের উদ্বোধন করেছে রিয়েলমি। যার মাধ্যমে সম্প্রতি দেশ থেকে তরুণ র্যাপারদের খুঁজে বের করে তাদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিয়েছে রিয়েলমি। এরই অংশ হিসেবে অনুষ্ঠিত নভেম্বর রেইন কনসার্টে তরুণদের সংগীত উপভোগের পাশাপাশি দারুণ সব স্মার্ট ডিভাইস এক্সপেরিয়েন্স করার সুযোগ করে দেয় রিয়েলমি।

সংগীতের পাশাপাশি তরুণদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে নতুন আসা সিনেমা। আর সেটা যদি হয় মার্ভেলের ব্ল্যাক প্যান্থার, ওয়াকান্ডা ফরএভার তাহলে তো কথাই নেই। সিনেমাটির গ্লোবাল প্রিমিয়ারের দিনে দেশে স্টার সিনেপ্লেক্সের সঙ্গে যৌথ ক্যাম্পেইন শুরু করেছে রিয়েলমি।

যেখানে স্টার সিনেপ্লেক্সের ঢাকার হলগুলোতে সিনেমা দেখার পাশাপাশি রিয়েলমি সি৩৩ খুঁজে পাবেন তরুণ দর্শকরা। সঙ্গে থাকছে স্টার সিনেপ্লেক্সের কুইজ কনটেস্টে অংশ নিয়ে রিয়েলমি সি৩৩ জিতে নেওয়ার সুযোগ। পাশাপাশি রিয়েলমি ফ্যানরা পাচ্ছেন ব্ল্যাক প্যান্থার, ওয়াকান্ডা ফরএভার সিনেমাটি উপভোগের সুযোগ। বিস্তারিত জানতে ভিজিট: www.cutt.ly/realme

বাজারে নতুন আসা রিয়েলমি সি৩৩ স্মার্টফোনটি তরুণদের পছন্দকে প্রাধান্য দিয়ে ডিজাইন করা হয়েছে। এর মনমুগ্ধকর বাউন্ডলেস সি ডিজাইন তরুণদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে। ৬.৫ ইঞ্চির ডিসপ্লে ও ৮.৩ মিলিমিটার আলট্রা-স্লিম বডির সঙ্গে চমৎকার বাউন্ডলেস সি ডিজাইন এ ফোনকে করেছে অনেক বেশি ট্রেন্ডি ও ফ্যাশনেবল।

এছাড়া, মাইক্রন-লেভেল প্রসেসিং ও লিথোগ্রাফির সাহায্যে তৈরি করা ডাইন্যামিক ভিজ্যুয়াল লাইট এফেক্ট এ ফোনকে করেছে আরও বেশি আকর্ষণীয়। যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য এ ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সিএইচডিআর অ্যালগরিদম প্রযুক্তি সম্বলিত ক্যামেরা, যার ফলে ছবি হবে আরও নিখুঁত ও ঝকঝকে।

নিরবচ্ছিন্ন ভিডিও ও কনটেন্ট দেখার অভিজ্ঞতা নিশ্চিত করতে ফোনটিতে রয়েছে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি।

সঙ্গে রয়েছে আলট্রা ফাস্ট সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও সুপার ফাস্ট ইউএফএস ২.২ স্টোরেজ সিস্টেম। বিস্তারিত জানতে ভিজিট www.realme.com/bd

এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।