সোনালী ব্যাংক স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের পূর্ণাঙ্গ কমিটি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ১৭ নভেম্বর ২০২২

সোনালী ব্যাংক স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের ৯১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের কেন্দ্রীয় কমিটির অনুমোদনক্রমে আগামী দুই বছরের জন্য আলাউদ্দিন তুষারকে সভাপতি ও মোজাম্মেল হক লেনিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শওকত হোসেন সজল এবং সাধারণ সম্পাদক শাব্বির আহমেদ শিমুল অনুমোদিত কমিটিতে সহ-সভাপতি হয়েছেন— সোহেল তালুকদার, রফিকুল ইসলাম, আমিনুল ইসলাম সুমন, প্রলয় চক্রবর্ত্তী। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন— মুর্তজা কামাল, রুহুল আমিন, রফিকুল ইসলাম, আরিফুর রহমান। সাংগঠনিক সম্পাদক হয়েছেন— রোকনুজ্জামান শিমুল, শেখ আহসান সাকির, শফিকুল ইসলাম, মীর এহসানুল হক তুর্য্য ও মোস্তফা।

কমিটিতে অর্থসম্পাদক (কোষাধ্যক্ষ) দিলীপ কুমার রায়, দপ্তরসম্পাদক শহীদুজ্জামান, উপদপ্তর সম্পাদক সোহেলুর রহমান, প্রচার সম্পাদক ফকর উদ্দিন মানিক, আইনসম্পাদক জামাল উদ্দিন হয়েছেন।

ইএআর/এমএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।