প্রতিযোগিতা কমিশনে যোগ দিলেন প্রদীপ রঞ্জন চক্রবর্তী

অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়া সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তীকে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (৯ নভেম্বর) তিনি প্রতিযোগিতা কমিশনে যোগদান করেছেন।
এদিন নতুন নিয়োগ পাওয়া সালমা আখতার জাহানও সদস্য হিসেবে প্রতিযোগিতা কমিশনে যোগদান করেছেন।
বুধবার এ উপলক্ষে প্রতিযোগিতা কমিশনের সভাকক্ষে সংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে কমিশনের সদস্য ও কর্মকর্তা-কর্মচারীরা তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এদিকে, যোগদান করা নতুন চেয়ারম্যান ও সদস্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে কমিশনের সব বিভাগ পরিদর্শন করেন তারা
এর আগে প্রদীপ রঞ্জন চক্রবর্তী সচিবের পদমর্যাদায় পরিকল্পনা কমিশেনর সদস্য ছিলেন। পরে তিনি বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। সবশেষ তিনি পরিকল্পনা বিভাগের সচিব হিসেবে কর্মরত থাকা অবস্থায় অবসরে যান।
বিসিএস ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা প্রদীপ রঞ্জন ৪২তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করেন।
এনএইচ/এএএইচ/জেআইএম