ইউরোপের বাজার উপযোগী পাটপণ্য তৈরি হবে দেশে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ০১ নভেম্বর ২০২২

বিশ্বে বাড়ছে পরিবেশবান্ধব পাটপণ্যের চাহিদা। এরই ধারাবাহিকতায় ইউরোপের বাজার উপযোগী বহুমুখী পাটপণ্য উৎপাদন ও বাজারজাতকরণে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে।

মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে রাজধানীর জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) সম্মেলন কক্ষে এই চুক্তি সই হয়।

বাংলাদেশের পক্ষে এতে সই করেন জেডিপিসি’র নির্বাহী পরিচালক মো. মাহমুদ হোসেন। আর সেন্টার ফর প্রমোশন ইমপোরট ফরম ডেভেলপিং কান্ট্রিজের (সিবিআই) পক্ষে ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান ভ্যান লিউয়েন চুক্তিতে সই করেন। আগামী পাঁচ বছরের জন্য এ সমঝোতা চুক্তিটি সই হলো।

সমঝোতা চুক্তির ফলে এ সংক্রান্ত উদ্যোক্তারা ইউরোপের বাজারের চাহিদা অনুযায়ী নতুন নতুন ডিজাইনের পণ্য উৎপাদন ও বাজারজাত করতে পারবে।

জেডিপিসি জানায়, এরইমধ্যে এ খাতের উদ্যোক্তারা ২৮২ প্রকার দৃষ্টিনন্দন পাটপণ্য উৎপাদন করছেন। যার অধিকাংশই রপ্তানি হচ্ছে বিদেশে। এছাড়া পাটজাত পণ্যকে জনপ্রিয় করতে বিদেশে বিভিন্ন মেলার আয়োজন করার কাজ চলমান রয়েছে।

এসব মেলায় পাটজাত পণ্য উৎপাদনকারী, বিপণনকারী, ব্যবহারকারী এবং বিদেশি ক্রেতাদের মধ্যে অধিক যোগাযোগ স্থাপনে সহায়ক হবে। যেমনটি দেখা গেছে দুবাইয়ে ‘এক্সপো-২০২০’-এ। এখানে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বাণিজ্য মেলায় পাটপণ্যের প্রতি মানুষের আগ্রহ ছিল বেশ।

এনএইচ/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।