করোনার ক্ষতি কাটাতে না পারলেও ঋণ পরিশোধে এগিয়ে কৃষক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ২৫ অক্টোবর ২০২২
ফাইল ছবি

বৈশ্বিক মহামারি করোনায় দেশের সব খাত ক্ষতিগ্রস্ত। অন্য অনেক খাতের মতো কৃষিখাত এখনো পুরোপুরি ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি। এরপরও সুখবর রয়েছে কৃষিঋণে। মহামারির ধকল সামলে উঠতে না পারলেও কৃষকের ঋণ পরিশোধের পরিমাণ বেড়েছে। চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম তিন মাসেই (জুলাই-আগস্ট-সেপ্টেম্বর) সাত হাজার ৭৬ কোটি টাকা ঋণ পরিশোধ করেছেন কৃষকেরা।

২০২২-২৩ অর্থবছরের প্রথম (জুলাই-আগস্ট-সেপ্টেম্বর) প্রান্তিকে কৃষিঋণ আদায় আগের বছরের একই সময়ের (২০২১-২২) তুলনায় ২৬ দশমিক ৬৭ শতাংশ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

খাত সংশ্লিষ্টদের মতে, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি কৃষি। করোনার পর সবকিছু স্বাভাবিক হলেও এখনো এ খাত উঠে দাঁড়াতে পারেনি। ফলে অগ্রাধিকার ভিত্তিতে কৃষিঋণ বিতরণে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে, চলতি অর্থবছরের প্রথম তিন (জুলাই-আগস্ট-সেপ্টেম্বর) মাসে ৭ হাজার ৭৬ কোটি টাকার ঋণ পরিশোধ করেছেন কৃষকরা। গত ২০২১-২২ অর্থবছরের একই সময়ে (প্রথম তিন মাসে) ঋণ আদায় হয়েছিলো ৫ হাজার ৫৮৬ কোটি টাকা। সেই হিসাবে গত তিন মাসে কৃষি ঋণ আদায় বেড়েছে এক হাজার ৪৯০ কোটি টাকা বা ২৬ দশমিক ৬৭ শতাংশ।

বর্তমানে ব্যাংক খাতে বিতরণ করা মোট কৃষিঋণের পরিমাণ ৫০ হাজার ২৪৬ কোটি টাকা। এরমধ্যে সেপ্টেম্বর পর্যন্ত কৃষিখাতে খেলাপি ঋণের পরিমাণ ৩ হাজার ৯৮৫ কোটি ৭৩ লাখ টাকা। এটি মোট বিতরণ করা ঋণের ৭ দশমিক শূন্য ৯৩ শতাংশ।

কৃষিতে মূলত শস্য এবং নন-ফার্ম (গবাদিপশু ও মৎস্য খামার) খাতে ঋণ দেওয়া হয়। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে শস্যখাতে ঋণ বিতরণ করা হয়েছে ৫ হাজার ৪৮৩ কোটি ৯৩ লাখ টাকা আর নন-ফার্মে বিতরণ করা হয়েছে এক হাজার ১০০ কোটি ৪৪ লাখ টাকা। এ বিতরণ মোট লক্ষ্যমাত্রার ২১ দশমিক ৩০ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরে এ খাতের ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে ৩০ হাজার ৯১১ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন মতে, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে ব্যাংকগুলো কৃষি ও পল্লিঋণ খাতে ৬ হাজার ৫৮৪ কোটি ৩৭ লাখ টাকা বিতরণ করেছে। গত ২০২১-২২ অর্থবছরের প্রথম তিন মাসে ঋণ বিতরণ হয়েছিলো ৫ হাজার ২১০ কোটি টাকা। সে হিসাবে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এ বছর ঋণ বিতরণ বেড়েছে এক হাজার ৩৭৪ কোটি টাকা। এটি মোট লক্ষ্যমাত্রার ২১ দশমিক ৩০ শতাংশ।

চলতি অর্থবছরে কৃষিখাতে ব্যাংকগুলোর ৩০ হাজার ৯১১ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা রয়েছে। এরমধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ১১ হাজার ৭৫৮ কোটি টাকা এবং বেসরকারি ব্যাংকগুলোর ঋণ বিতরণ লক্ষ্যমাত্রা ১৯ হাজার ১৫৩ কোটি টাকা।

গত ২০২১-২২ অর্থবছরে সরকারের মোট কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিলো ২৮ হাজার ৩৯১ কোটি টাকা। সে হিসাবে চলতি অর্থবছরে ৮ দশমিক ৮৮ শতাংশ বেশি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ইএআর/এমকেআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।