অনলাইনে বিএসটিআইয়ের বাধ্যতামূলক পণ্য বিক্রয়ে সতর্কীকরণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৩ এএম, ২৪ অক্টোবর ২০২২
ছবি-সংগৃহীত

অনলাইনে বিএসটিআইয়ের বাধ্যতামূলক পণ্যগুলো ছাড়পত্র গ্রহণ ব্যতীত বিক্রি হচ্ছে। যা সম্পূর্ণ অবৈধ। সম্প্রতি এ বিষয়ে সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে সংস্থাটি বলছে, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিভিন্ন সময় এসআরও জারির মাধ্যমে ২২৯টি পণ্য বিএসটিআইর বাধ্যতামূলক মানসনদের আওতাভুক্ত করেছে। বিএসটিআইর মানসনদ/ ছাড়পত্র গ্রহণ ব্যতীত এ সব পণ্য বিক্রি, বিতরণ ও বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচার বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইনে পণ্যসামগ্রী বিক্রয় বিতরণ করা হচ্ছে।

jagonews24

বিএসটিআইর বাধ্যতামূলক পণ্য সরবরাহ করার পূর্বে পণ্যগুলো বিএসটিআই থেকে লাইসেন্স/ছাড়পত্রপ্রাপ্ত কি না এবং মানচিহ্ন ব্যবহার করা হয়েছে কি না তা নিশ্চিত হতে হবে। অন্যথায় অবৈধ পণ্য বিক্রি/ বিতরণের দায়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ক্রেতাসাধারণকে বিএসটিআইর অনুমোদিত পণ্য ক্রয়/ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো। বিএসটিআইর বাধ্যতামূলক পণ্যের তালিকা এবং বিএসটিআইর সেবা সম্পর্কিত যে কোন বিষয়ে তথ্য জানতে www.bsti.gov.bd তে login এবং অভিযোগ করতে [email protected] তে e-mail করতে বলা হয়েছে।

এনএইচ/এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।