বিটাকের সঙ্গে প্রমিক্সকোর সমঝোতা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২২

গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে জ্ঞান বিনিময় এবং প্রযুক্তিগত পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) ও মেডিকেল ইকুপমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রমিক্সকো গ্রুপের মধ্যে সমঝোতা স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় তেজগাঁওয়ে বিটাকের সভাকক্ষে এ স্মারক স্বাক্ষরিত হয়। বিটাকের টুল অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের পরিচালক ড. সৈয়দ মো. ইহসানুল করিম ও প্রমিক্সকোর মহাব্যবস্থাপক (প্রশাসন) কমান্ডার (অব.) মো. হাসানুজ্জামান সমঝোতায় স্বাক্ষর করেন।

এ সময় বিটাকের মহাপরিচালক আনোয়ার হোসেন চৌধুরী ও প্রমিক্সকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মৌসুমী ইসলামসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

bitta

বিটাকের মহাপরিচালক বলেন, আমাদের দেশটি নানাদিক থেকে সম্ভাবনাময়। এ দেশটিকে টেকসই উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে প্রযুক্তিগত উৎকর্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। আজকে এই চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতার দ্বার প্রসারিত হলো। বিটাকের সব কর্মকর্তা-কর্মচারী এসব চুক্তি বাস্তবায়নে সচেষ্ট থাকবে।

তিনি বলেন, বর্তমান সরকার বিটাকের সামগ্রিক উন্নয়নের জন্য বেশ কিছু কার্যকর পদক্ষেপ হাতে নিয়েছে। সর্বশেষ পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী বিটাকের কার্যক্রম সম্প্রসারণের নির্দেশনা দিয়েছিলেন। প্রধানন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার তথ্য-প্রযুক্তি এবং কারিগরি ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব সহকারে নানামুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।

তারই ধারাবাহিকতায় নতুন প্রযুক্তি উদ্ভাবন ও হস্তান্তর এবং গবেষণা উন্নয়নের ক্ষেত্রে যৌথভাবে কাজ করার লক্ষ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এনএইচ/এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।