মিনিকেট চাল প্রতারণা বন্ধে মাঠে নামবে ভোক্তা অধিদপ্তর
বাজারে মিনিকেট বলতে কোনো চাল থাকবে না বলে মন্তব্য করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান। মিনিকেট চাল প্রতারণা বন্ধে ভোক্তা অধিদপ্তর অভিযানে নামবে বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে অধিদপ্তরের কার্যালয়ে সুপারশপ ব্যবসায়ী ও ভোক্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।
মিনিকেট চাল প্রতারণা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে এ এইচ এম শফিকুজ্জামান বলেন, মিনিকেট চাল বলতে কোনো চাল বাজারে থাকবে না। আমাদের খাদ্য মন্ত্রণালয় ‘ডিক্লিয়ারেশন’ দিয়েছে, মিনিকেট চাল প্রতারণা বন্ধ করতে হবে। আমরা অভিযানে নামবো।
এ বিষয়ে ভোক্তাদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোক্তাদেরও একটু সচেতন হওয়া উচিত। মোটা চাল খাওয়ার অভ্যাস করা উচিত। মোটা চালের ভাত খেতেও মজা। মোটা চাল খেলে এসব মিনিকেট চাল তৈরির সুযোগ থাকবে না।
মতবিনিময়সভায় বেশ কয়েকটা সুপার শপের প্রতিনিধি, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি ও বিভিন্ন সময়ে অভিযোগ জানানো বেশ কয়েকজন ভোক্তা অংশ নেন।
এসময় ভোক্তাদের বিভিন্ন অভিযোগ ও সুপারশপের খাবারের মান নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন সময়ে অভিযোগ জানানো জরিমানার অংশ হিসেবে ১৬ জন ভোক্তাকে মোট ১ লাখ ২৬ হাজার টাকা দেওয়া হয়।
এমআইএস/এমএএইচ/জেআইএম