সাকিবের মোনার্ক মার্টের শুভেচ্ছাদূত হলেন গলফার সিদ্দিকুর

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৫ এএম, ০৩ সেপ্টেম্বর ২০২২
গলফার সিদ্দিকুর রহমান

বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানের মালিকানাধীন ই-কমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্ট লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বা শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশের তারকা গলফার সিদ্দিকুর রহমান। তিনি আগামী দুই বছরের জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।

রাজধানীর মতিঝিলে অবস্থিত সিটি সেন্টারে মোনার্ক মার্ট লিমিটেডের প্রধান কার্যালয়ে শুক্রবার (২ সেপ্টেম্বর) এ চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

চুক্তিকালীন আগামী দুই বছর সিদ্দিকুরের সব টুর্নামেন্টের পুরো বিমানভাড়া, অনুশীলনের জন্য ভ্রমণ, আবাসনসহ অন্যান্য সব খরচ বহন করবে মোনার্ক মার্ট। এসময়ে সিদ্দিকুরের জার্সি ও গলফের সরঞ্জাম বহনকারী ব্যাগে থাকবে মোনার্ক মার্টের লোগো।

গলফার হয়ে ই-কমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া নিয়ে সিদ্দিকুর রহমান জাগো নিউজকে বলেন, দেশে ই-কমার্সের প্রসার প্রতিনিয়ত বাড়ছে। সাকিব আল হাসানের মোনার্ক মার্টের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। আশা করছি দেশের ই-কমার্সকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবে মোনার্ক মার্ট।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ গলফ ফেডারেশনের জয়েন্ট সেক্রেটারি কর্নেল মো. শহিদুল হক (অব.), বাংলাদেশ প্রফেশনাল গলফার অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি মেজর মাহমুদ (অব.), মোনার্ক গ্রুপের পৃষ্ঠপোষক মো. আবুল খায়ের হিরো, মোনার্ক মার্টের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) জাহেদ কামাল, হেড অফ কমার্শিয়াল তানবিরুল ইসলাম, হেড অফ অ্যাকাউন্টস মো. রফিকুল আলম, হেড অফ বিজনেস মাহাদি হাসান প্রমুখ।

সবশেষ ২০১১ সালে গ্রামীণফোন স্পনসর করেছিল দেশসেরা গলফার সিদ্দিকুরকে। দীর্ঘ ১১ বছর পর স্পনসর পেলেন সিদ্দিকুর। এতদিন নিজ খরচেই তাকে সব করতে হয়েছে। অর্থের জোগান না থাকায় অনেক টুর্নামেন্টে অংশ নিতেও পারেননি তিনি।

এমএএস/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।