স্বর্ণের দাম বাড়ছে


প্রকাশিত: ০৯:২৩ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৬

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)। প্রতি ভরির দাম বেড়েছে ১ হাজার ২২৫ টাকা।  শনিবার থেকে নতুন দর কার্যকর হবে।

নতুর দর অনুযায়ি, ভালো মানের স্বর্ণ (২২ ক্যারেট) প্রতি ভরি পড়বে ৪৩ হাজার ৭৪০ টাকা।  বর্তমান দর ৪২ হাজার ৫১৫ টাকা। অর্থাৎ বেড়েছে ভরিতে ১ হাজার ২২৪ টাকা।

২১ ক্যাটের প্রতি ভরি ক্রয় করতে লাগে ৪০ হাজার ৪১৫ টাকা। নতুন দর হবে ৪১ হাজার ৬৪০ টাকা। বেড়েছে ১ হাজার ২২৫ টাকা।

১৮ ক্যারেটের দর প্রতি ভরি ৩৪ হাজার ৯৯২ টাকা। বর্তমান দর ৩৩ হাজার ৭৬৭ টাকা।

সনাতন পদ্ধতির স্বর্ণ বর্তমানে প্রতি ভরি বিক্রি হচ্ছে ২২ হাজার ৬৮৬ টাকা। নতুন দাম বেড়ে হবে ২৩ হাজার ৯১১ টাকা।

স্বর্ণের দাম বাড়ানো বা কমানোর ঘোষণা দেয় বাজুস। সমিতির সদস্যদের সঙ্গে আলাপ আলোচনা সাপেক্ষে বৃহস্পতিবার এ সিদ্ধান্ত জানায় বাজুস।

এসএ/এএইচ/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।