বাংলাদেশের বাজারে আইশারের প্রো সিরিজের গাড়ি
ভলবো-আইশার কমার্সিয়াল লিমিটেডের নতুন ব্র্যান্ড প্রো সিরিজের পণ্যবাহী গাড়ি শুভ যাত্রা শুরু করলো বাংলদেশের বাজারে। শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আইশার প্রো ১০০০ এবং আইশার প্রো ৩০০০ হাজার সিরিজে হালকা ও মাঝারি পণ্যবাহী ট্রাকের শুভ সংযোজন করেন ভলবো-আইশার কর্মাশিয়াল ভেহিকেলস লিমিটেড’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (ইন্টারন্যাশনাল বিজনেস) ইমানুয়েল লিভেশা। এ সময় তার সঙ্গে ছিলেন- রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান।
ভলবো আইসার, আইসার কর্মাশিয়াল লিমিটেড’র নতুন প্রজন্মের হালকা ও মাঝারি পণ্যবাহী গাড়িগুলোর পরিবহন ক্ষমতা ৫ থেকে ৪৯ টন। নতুন ব্রান্ডের পণ্যবাহী এই যানটি বাংলাদেশে বাজারজাত করবে ‘রানার গ্রুপ’।
জানা যায়, ভলবো আইশার কর্মাশিয়াল লিমিটেড ভারতের আইশার মোটরস লিমিটেড ও বিশ্বখ্যাত ভলবো গ্রুপের একটি যৌথ উদ্যোগ। ২০০৮ সাল থেকে প্রতিষ্ঠিত এই দুই ব্রান্ড যৌথভাবে গাড়ি উৎপাদন ও বাজারজাত করে আসছে। বাংলাদেশে আইশারের পণ্যবাহী গাড়ি বাজারজাত করছে রানার গ্রুপ।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ৫ থেকে ১৪ টনের ট্রাকের সেগমেন্টে আইশার প্রো-১০০০ পে লোডের ক্ষেত্রে বিশেষ ভাবে নির্মিত একটি ট্রাক। বিখ্যাত ই-৪৮৩ ইঞ্জিন দ্বারা পরিচালিত এতে পরিচালনা ও রক্ষনাবেক্ষণ ব্যয় অনেক কম। দুই মিটার প্রস্থ এরো-ডায়নামিক কেবিন যাত্রী এবং ড্রাইভারদের প্রশান্তিতে সহায়ক হবে।
আইশার প্রো-৩০০০ এই সিরিজের ট্রাকগুলো ১০ থেকে ১৫ টন বহন ক্ষমতা সম্পন্ন। সম্পুর্ন নতুন প্রজন্মের মিডিয়াম ডিউটি ট্রাক, যা এই ব্রান্ডের পুরোন অভিজ্ঞতাকে বদলে দেবে। উচ্চ ক্ষমতা সম্পন্ন ট্রাক দরকার এমন ক্রেতাদের সমানে রেখেই ডিজাইন করা হয়েছে বলে উদ্যোক্তারা জানান।
তারা আরও জানান, আইশার প্রো-৩০০০ ভারতীয় নিরাপত্তা ইসিআর-২৭ তারা পরিক্ষীত। নতুন প্রজন্মের ২ দশমিক ১ মিটার স্লিপার কেবিন ও ডাইভিং সুবিধার জন্য ৬ ধরনের অ্যাডজাস্টেবল সিট। রয়েছে বিশ্রামের সরঞ্জাম ও ক্রুজ কন্ট্রোল। যা বাংলাদেশে এই প্রথম।
উদ্বোধনী অনুষ্ঠানে ইমানুয়েল লিভেশার বলেন, ভলবো-আইশার কর্মাশিয়াল ভেহিকেল এর জন্য বাংলাদেশ একটি গুরুত্বপুর্ণ বাজার। আমরা বাংলাদেশের ব্যবসা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চাই। এ দেশে আইশার ব্রান্ডের শক্তিশালী উপস্থিতি থেকে আমরা খুবই আনন্দিত।
তিনি আরও বলেন, সর্বাধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী নকশা ও প্রকৌশল সমৃদ্ধ এবং সর্বোত্তম জ্বালানি সাশ্রয়ী হিসেবে আইশার ব্রান্ডের ট্রাক-বাস ক্রেতাদের সন্তুষ্টি অর্জন করতে চাই।
হাফিজুর রহমান খান বলেন, উচ্চ স্তরের ক্রেতা। যারা অধিক আরাম, উচ্চ ক্ষমতা স্থায়ীত্ব ও বাড়তি সুবিধা আশা করেন। তাদের চাহিদা পুরণে সক্ষম হবে। এটি পরিচালন ব্যয়ও সাশ্রয় করবে।
পণ্যবাহী এই ট্রাকগুলো সবচেয়ে জ্বালানি সাশ্রয়ী, দীর্ঘস্থায়ী মজবুত ইঞ্জিন দিয়ে তৈরি করা হয়েছে বলেও জানানো হয় অনুষ্ঠানে।
জাগোনিউজ২৪.কম/এসএ/আরএস