ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি ৮ গুণ


প্রকাশিত: ১১:৫৫ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৬

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ভারত থেকে বাংলাদেশ বিগত বছরের ৫ মাসে ( জুলাই-নভেম্বর) মোট পণ্য আমদানি করেছে ১৭ হাজার ১৫২ কোটি টাকা (দুই হাজার ১৯৯ মিলিয়ন মার্কিন ডলার)। আর বাংলাদেশ রফতানি করেছে ২ হাজার ৭৪ কোটি টাকা (২৬৬ মিলিয়ন মার্কিন ডলার)। এই হিসাবে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি প্রায় ৮ গুণ।

বুধবার জাতীয় সংসদে মো. আব্দুল্লাহর (লক্ষ্মীপুর-৪) লিখিত প্রশ্নের জবাবে এসব তথ্য জানান তিনি।

অপর এক প্রশ্নে জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের মোট বাণিজ্য ঘাটতি ৭৩ হাজার ৮৬ কোটি টাকা (৯৩৭০ মিলিয়ন মার্কিন ডলার)।

তিনি জানান, বাণিজ্যিক সম্প্রসারণের লক্ষ্যে মোট ৪৮টি দেশের সঙ্গে চুক্তি হয়েছে। এর মধ্যে ৩৮টি দেশের দ্বিপাক্ষিক চুক্তি আছে। এছাড়া তিন দেশের সঙ্গে চুক্তি করা হলেও তার কার্যকারিতা নেই। এছাড়া আরো ৭টি দেশের সঙ্গে চলমান বাণিজ্যের পাশাপাশি সম্প্রসারণের চুক্তি রয়েছে।

এইচএস/একে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।