গুলিস্তানের মোবাইল নামি ব্র্যান্ডের বলে বিক্রি, জরিমানা ৫০ হাজার
নকিয়া, স্যামসাং ও শাওমিসহ বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের মোবাইল সাজানো। দেখলে মনে হবে এগুলো অরিজিনাল। কিন্তু বাস্তবে সবই নকল। খোদ রাজধানীতে শোরুমে এ ধরনের নকল মোবাইল রেখে প্রতারণা করা হচ্ছে মানুষের সঙ্গে।
রাজধানীর মিরপুর শাহআলী মার্কেটে নামিদামি মোবাইল ব্র্যান্ডের নাম দিয়ে খোলা হয়েছে শোরুম।
বুধবার (১৭ আগস্ট) ওই মার্কেটের ভূঁইয়া টেলিকম নামে একটি মোবাইলের দোকানে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এরপর ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দোকানে বিক্রি কার্যক্রম বন্ধ রাখা হয়।
অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল জব্বার মণ্ডল বলেন, এ প্রতিষ্ঠান ব্র্যান্ডের নামে নকল মোবাইল কিছু নিজে তৈরি করে, আবার বিভিন্নভাবে কিনে এনে বিক্রি করে। আমাদের কাছে তথ্য ছিল যে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি এ ধরনের অবৈধ কার্যক্রম করে আসছে।
তিনি বলেন, অভিযানে এলে আমাদের উপস্থিতি টের পেয়ে সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানের পরিচালক তন্ময় বেশ কিছু মোবাইল ময়লার বাক্সে লুকিয়ে ফেলেন। পরবর্তীতে সেখানে অনেক নকল মোবাইল পাওয়া যায়।
আবদুল জব্বার বলেন, উনি হাতেনাতে ধরা খেয়েছেন এবং দায় স্বীকার করেছেন। তিনি আরও বড় নকল মোবাইল বিক্রির স্থানের সন্ধান দিয়েছেন। সেখানেও আমরা অভিযান চালাবো।
এসময় ভূঁইয়া টেলিকমের পরিচালক তন্ময় বলেন, নকল মোবাইল মোতালেব প্লাজাসহ গুলিস্তানের কিছু মার্কেট থেকে সংগ্রহ করা হয়। নকল মোবাইল বিক্রিতে মুনাফা অনেক বেশি। অনেক ক্রেতা জেনেশুনে এসব কেনেন।
তিনি বলেন, আসল পণ্যের থেকে অনেক কম দামে বিক্রি হয় নকল মোবাইল। ক্রেতারা কম বাজেটের ব্র্যান্ডের ফোন চাইলে তাদের এগুলো দেওয়া হয়।
এনএইচ/জেডএইচ/এএসএম