সপ্তাহের শেষ দিনে ইতিবাচক শেয়ার বাজার


প্রকাশিত: ০১:০৬ পিএম, ২৭ নভেম্বর ২০১৪

সপ্তাহের শেষ দিনে বৃহস্পতিবার ঢাকা শেয়ার বাজারে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। দিনের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সেচেঞ্জই অধিকাংশ কোম্পানীর শেয়ারের দাম বেড়েছে।

বৃহস্পতিবার ডিএস ই এক্স-এ সাধারণ শেয়ার সূচক ১৫ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে সার্বিক সূচক দাঁড়িয়েছে ৪৭৭২ দশমিক ৫৫ পয়েন্টে। ডিএস৩০ সূচক সামান্য বেড়ে দাঁড়িয়েছে ১৭৬০ দশমিক ৮৯ পয়েন্টে।

ঢাকায় ৩০২টি শেয়ার বেচা-কেনা হয়েছে এর মধ্যে দাম বেড়েছে ১৬২টির। কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত ছিল ৩৫টির। সবচেয়ে বেশি দাম বেড়েছে কোহিনূর ক্যামিক্যাল, এমএ পোর্ট, এসিআই ফর্মুলেশন ডিবিএইচ ও তাকাফুল ইসলামী ইন্সুরেন্সের।

এচাড়া বৃহস্পতিবার ২৬৩ কোটি টাকা মূল্যের ৬ কোটি ৫৬ লাখ শেয়ার লেনদেন হয়েছে।

জাগোনিউজ২৪.কম/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।