ঋণ পুনঃতফসিল সিদ্ধান্ত পর্ষদকে দেওয়ায় বিএবির সাধুবাদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৭ পিএম, ২০ জুলাই ২০২২

ঋণ পুনঃতফসিল বাণিজ্যিক ব্যাংকের পরিচালনা পর্ষদের ওপর ছেড়ে দেওয়ায় বাংলাদেশ ব্যাংককে সাধুবাদ জানিয়েছে বেসরকারি ব্যাংক উদ্যোক্তা ও পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংক (বিএবি)।

বুধবার (২০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা জানান বিএবির চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার।

বিজ্ঞাপন

ঋণ পুনঃতফসিল সিদ্ধান্ত ব্যাংকের হাতে দেওয়ার সিদ্ধান্ত সম্পর্কে বিএবির চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বলেন, এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত। উপযোগী ও বাস্তবসম্মত সিদ্ধান্ত। এ সিদ্ধান্ত নেওয়ার ফলে সবার মঙ্গল হবে। যুগান্তকারী এ সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই।

‘ব্যাংকের পর্ষদের ওপর ছেড়ে দেওয়ার ফলে এখন থেকে যার যার ব্যাংক সে কন্ট্রোল করবে। এতে আমাদের পরিশ্রম অনেক কমে যাবে। ব্যাংকের কর্ম ও রিকভারিও অনেক বেড়ে যাবে। বাংলাদেশ ব্যাংকের এ প্রজ্ঞাপনের ফলে ব্যাংকগুলোর জবাবদিহিতা বেড়ে যাবে। যারা আইন অমান্য করবে তাদের শাস্তির আওতায় আনা যাবে।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

তিনি আরও বলেন, নতুন গভর্নরের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য ব্যাংকের চেয়ারম্যানরা এসেছেন। এ সময় কোনো দাবি-দাওয়া বা সংকট নিয়ে আলোচনা হয়নি।

ইএআর/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।