‘অস্ট্রেলিয়ার বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার অব্যাহত থাকবে’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৮ পিএম, ১৮ জুলাই ২০২২
অস্ট্রেলিয়ার হাইকমিশনার-বিজিএমইএ সভাপতিসহ অন্যরা

এলডিসি ক্যাটাগরি থেকে উত্তোরণের পরও অস্ট্রেলিয়া তার শুল্কমুক্ত বাজারে বাংলাদেশের প্রবেশাধিকার অব্যাহত রাখবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ার।

সোমবার (১৭ জুলাই) ঢাকাস্থ অস্ট্রেলিয়ার হাইকমিশনে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।

এ সময় বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বাংলাদেশের জন্য অস্ট্রেলিয়ার শুল্কমুক্ত বাজারে প্রবেশাধিকার অব্যাহত রাখার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, এই সিদ্ধান্ত এলডিসি গ্র্যাজুয়েশনের পরও অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ধরে রাখতে বাংলাদেশকে সাহায্য করবে। বাংলাদেশের উন্নয়নে অস্ট্রেলিয়ার বন্ধুত্বপূর্ণ সমর্থন ও সহযোগিতা প্রদান আগামী বছরগুলোতেও অব্যাহত থাকবে।

বৈঠকে বিভিন্ন বিষয়, বিশেষ করে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেন। তারা অভিমত প্রকাশ করে বলেন, সহযোগিতা প্রদানের মাধ্যমে উভয় দেশের সামনে দ্বিপাক্ষিক বাণিজ্যের সুফল লাভ করার বিশাল সুযোগ রয়েছে।

বৈঠকে বিজিএমইএ নেতৃবৃন্দ পোশাক ও টেক্সটাইল শিল্পের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে অস্ট্রেলিয়া থেকে আরও তুলা ও উল আমদানিতে বাংলাদেশের আগ্রহ প্রকাশ করেন।

অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও ফ্যাশন ইনস্টিটিউটগুলোর সহযোগিতার মাধ্যমে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন ও টেকনোলজির (বিইউএফটি) শির্ক্ষাথীদের জ্ঞান ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা কামনা করেন বিজিএমইএ সভাপতি।

সাক্ষাৎকালে অন্যদের মধ্যে বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সহ-সভাপতি মিরান আলী, পরিচালক আসিফ আশরাফ, পরিচালক ব্যারিস্টার ভিদিয়া অমৃত খান এবং বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটি অন ফরেন মিশন সেলের চেয়ারম্যান শামস মাহমুদ, ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি (কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক ডিপ্লোমেসি) ডানকান ম্যাককুলাফ উপস্থিত ছিলেন।

ইএআর/ইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।