নিত্যপণ্যের বাজারে অভিযান, ৯ লাখ টাকা জরিমানা
সারাদেশে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক নিত্যপণ্যের বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে বিভিন্ন অপরাধে ১২৯টি প্রতিষ্ঠানকে ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৬ জুলাই) দিনব্যাপী অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়েছে বলে অধিদপ্তর সূত্রে জানা গেছে।
আজ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ৫৬ জন কর্মকর্তার নেতৃত্বে ঢাকা মহানগরসহ দেশের ৫১টি জেলায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। ঢাকা মহানগরের গুলশান, ধানমন্ডি-২৭ ও সাদেক খান কাঁচাবাজারসহ দেশব্যাপী মোট ৬২টি বাজার ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অপরাধে ১২৫টি প্রতিষ্ঠানকে ৭ লাখ ৮০ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এ অভিযানে ৪ জন অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হিসেবে ৩০ হাজার টাকা প্রদান করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ছাড়াও সংশ্লিষ্ট অন্যরা অভিযানে সহযোগিতা করেন।
ইএআর/এমএইচআর/জিকেএস