এফবিসিসিআই সভাপতির সঙ্গে হাইকমিশনার সাইদা তাসনিম মুনার সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১১ পিএম, ০৮ জুন ২০২২
ছবি: সংগৃহীত

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা তাসনিম মুনা।

বুধবার (৮ জুন) এফবিসিসিআই কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার জানান, ব্রেক্সিট পরবর্তী সময়ে যুক্তরাজ্য পণ্যের সাপ্লাই চেইন ব্যাহত হচ্ছে। এখনই দেশটির মূল ধারার পণ্যবাজারে সংযুক্ত হওয়ার জন্য বাংলাদেশের জন্য সুবর্ণ সুযোগ।

jagonews24

এসময় বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্ককে আরও জোরদার করতে এ সংক্রান্ত সমস্যা ও সম্ভাবনা নিয়েও কথা বলেন তারা।

এফবিসিসিআইর সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহ-সভাপতি এম এ মোমেন, মো. আমিন হেলালী, মো. হাবিব উল্লাহ ডন, এম এ রাজ্জাক খান প্রমুখ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ শেষে এফবিসিসিআইর মুজিব কর্নার পরিদর্শন করেন হাইকমিশনার। এসময় তিনি পরিদর্শন বইয়ে সই করেন।

ইএআর/এএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।