‘ডেইরি আইকন-২০২১’ নির্বাচিত এমজিআইয়ের ইউনাইটেড ফিডস

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯:০৬ এএম, ০৫ জুন ২০২২

 

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)-এর অঙ্গপ্রতিষ্ঠান ইউনাইটেড ফিডস্ লিমিটেড, ২০ বছরেরও বেশি সময় ধরে দেশের অভ্যন্তরীণ ফিডসের চাহিদার একটি বড় অংশ পূরণ করে পোলট্রি ও ফিশারিজ শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত, ইউনাইটেড ফিডস্ লিমিটেডের উন্নত মানের ‘ফ্রেশ ফিড’, খামারিদের কাছে বর্তমানে বেশ সমাদৃত একটি নাম।

সাফল্যের এই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় আয়োজিত ‘বিশ্ব দুগ্ধ দিবস ২০২২ উদযাপন ও ডেইরি আইকন সেলিব্রেশন’ অনুষ্ঠানে, ‘পশু খাদ্য প্রক্রিয়াকরণ’ ক্যাটাগরি-তে ‘ডেইরি আইকন-২০২১’ হিসেবে নির্বাচিত হয়েছে ইউনাইটেড ফিডস্ লিমিটেড।

বুধবার, (১ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এক অনুষ্ঠানে এই স্বীকৃতির ক্রেস্ট ও সম্মাননা দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। এমজিআইয়ের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামালের পক্ষে এই ক্রেস্ট ও সম্মাননাপত্র গ্রহণ করেন ডিরেক্টর ব্যারিস্টার তাসনিম মোস্তফা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মনজুর মোহাম্মদ শাহজাদা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের ফুড ও এগ্রিকালচার অর্গানাইজেশন (এফএও)-এর বাংলাদেশ প্রতিনিধি রবার্ট ডি. সিম্পসন, বিশ্বব্যাংক-এর সিনিয়র এগ্রিকালচার স্পেশালিস্ট ক্রিশ্চিয়ান বার্জার, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের পরিচালক মো. আব্দুর রহিম এবং চিফ টেকনিক্যাল কো-অর্ডিনেটর ড. মো. গোলাম রব্বানী।

ইউনাইটেড ফিডস্ লিমিটেডের পক্ষে এক্সিকিউটিভ ডিরেক্টর মো. হারুন অর রশিদ ও এজিএম (নিউট্রিশান অ্যান্ড কিউসি) ড. মো. মিজানুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সর্বোচ্চ মানের পণ্য সরবরাহ অব্যাহত রেখে, দেশের আর্থ-সামাজিক অগ্রগতিতে অবদান রাখতে এমজিআই নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এই স্বীকৃতি, এমজিআই-এর সেই নিরলস প্রচেষ্টারই ফল। ‘ডেইরি আইকন-২০২১’-এর এই স্বীকৃতিতে ইউনাইটেড ফিডস্ লিমিটেড সত্যিই গর্বিত। এই অর্জনে উদ্বুদ্ধ হয়ে ইউনাইটেড ফিডস্ লিমিটেড ভবিষ্যতে দেশের পোলট্রি ও ফিশারিজ শিল্পের সাফল্যে আরও অবদান রাখার ব্যাপারে অত্যন্ত আশাবাদী।

এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।