বাণিজ্য মেলায় সাশ্রয়ী মূল্যে টেস্টি ট্রিটের স্বাস্থ্যকর খাবার


প্রকাশিত: ০২:৪৬ পিএম, ২১ জানুয়ারি ২০১৬

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দর্শনার্থীদের জন্য কেক ও পেস্ট্রিসহ বেকারি সামগ্রী নিয়ে হাজির হয়েছে দেশের বৃহৎ শিল্প পরিবার প্রাণ-আরএফএল গ্রুপের ‘টেস্টি ট্রিট’। মেলায় আগত ক্রেতা-দর্শনার্থীদের আকৃষ্ট করতে সাশ্রয়ী মূল্য ও বিভিন্ন ছাড়ের পাশাপাশি একটি পণ্য কিনলেই আরেকটি ফ্রি দিচ্ছে প্রতিষ্ঠানটি।

মেলায় টেস্টি ট্রিটের বিক্রয় ম্যানেজার মাহবুবুর রহমান জাগো নিউজকে বলেন, স্বল্পমূল্যে স্বাস্থ্যকর খাবার নিয়ে এবারই প্রথম আমরা মেলায় এসেছি। প্রথমবারের মতো ক্রেতা-দর্শনার্থীদের ভালো সাড়া পাচ্ছি। ক্রেতারা আসছেন, কোনো না কোনো পণ্য নিচ্ছেন। মেলা উপলক্ষ্যে আমরা বিভিন্ন প্যাকজে ঘোষণা করেছি। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ফুডিস ফিড, বেস্ট ট্রিট ও আল্টিমেট ফান।

তিনি জানান, মেলা উপলক্ষ্যে মাত্র ৫০ টাকায় ‘ফুডিস ফিড’ পাওয়া যাচ্ছে। ৩০০ টাকার ‘বেস্ট ট্রিট প্যাকেজ’ কিনে ক্রেতারা ‘ফুডিস ফিড প্যাকেজ’ ফ্রি পাচ্ছেন। ৫০০ টাকার আল্টিমেট ফান প্যাকেজ কিনে একটি খেলনার প্যাকেট ফ্রি পচ্ছেন। স্বল্পমূল্যে স্বাস্থ্যকর এসব খাবার পেয়ে ক্রেতা- দশনার্থীরাও স্টলে ভিড় করছে, বিক্রিও ভালো হচ্ছে।

মেলায় রাজধানীর খিলগাঁও থেকে আসা আবদুল্লাহ আল মামুন জানান, মেলায় অনেক খাবারের দোকান রয়েছে, যেখানে খাবার খেলে অতিরিক্ত টাকা নেয়। এসব প্রতারণা এড়াতে টেস্টি ট্রিটে ৫০ টাকা দিয়ে ফুডিস ফিড প্যাকেজ কিনলাম। স্বল্পমূল্যে তুলনামূলক ভালোই খাবার দিচ্ছে তারা।

বাণিজ্য মেলায় ৩৬ নাম্বার টেস্টি ট্রিট-এর আউটলেটটিতে রয়েছে- জন্মদিন ও বিশেষ অনুষ্ঠানের কেক, ফ্রুট কেক, প্লেন কেক, স্পেশাল পাউন্ড কেক।রয়েছে বিভিন্ন স্বাদ ও ডিজাইনের পেস্টির সমাহার। এছাড়াও রয়েছে রসগোল্লা, মালাইকারি, ক্ষীর টোস্ট, চমচমসহ সুস্বাদুসহ সব ধরণের মিষ্টি।

ফাস্টফুড সামগ্রীর মধ্যে রয়েছে- হড ডগ, পাফ পিৎজা, চিলি চিকেন রোল, ভেজিটেবল রোল, চিকেন পাফ, সিঙ্গারা-সমুচা।

উল্লেখ্য, ১ জানুয়ারি (শুক্রবার) থেকে শুরু হয়েছে মাসব্যাপী ২১তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। রফতানি উন্নয়ন ব্যুরো ও বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত এবারের মেলায় বাংলাদেশসহ মোট ২২টি দেশ অংশ নিয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে।

এসআই/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।