মিঠামইনে এনআরবিসি ব্যাংকের কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৭ এএম, ১১ মে ২০২২

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে এনআরবিসি ব্যাংক।

মঙ্গলবার (১০ মে) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মিঠামইন উপ-শাখার কার্যক্রমের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনআরবিসি ব্যাংকের উদ্যোক্তা শেয়ারহোল্ডার মোহাম্মদ আলী চৌধুরী মামুন।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইব্রাহিম মিয়া, মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির রাব্বানী ও মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফ কামাল।

এছাড়াও ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফরহাদ সরকার, কিশোরগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. ইলিয়াস উদ্দিন, মিঠামইন উপ-শাখার ইনচার্জ, গ্রাহক, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকটির সমৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

এমকেআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।