ঈদের ছুটিতে খোলা থাকবে সব কাস্টম হাউজ
ঈদের ছুটিতে দেশের সব কাস্টম হাউজ ও শুল্ক স্টেশন খোলা থাকবে। ফলে ঈদুল ফিতরের বন্ধে চালবে আমদানি-রপ্তানি কার্যক্রম।
এরই মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে সব কাস্টম হাউজ ও শুল্ক স্টেশনে এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব (কাস্টম নীতি) মো. পারভেজ চৌধুরি সই করা চিঠিতে বলা হয়, ঈদুল ফিতর উপলক্ষে ২৯ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত (ঈদের দিন ছাড়া) সরকারি ছুটির দিনে আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিতভাবে চলমান রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এর আগে গত ১২ এপ্রিল পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ ঈদের ছুটিতে কাস্টম হাউজ ও শুল্কস্টেশন খোলার অনুরোধ জানিয়ে এনবিআরকে চিঠি দেয়। এর পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
চট্টগ্রাম বন্দর দিয়ে মূলত সিংহভাগ আমদানি-রপ্তানি হয়। এরপর বেনাপোল কাস্টম হাউজ দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম হয়। ঈদের বন্ধের সময় এই দুটি কাস্টম হাউজের পাশাপাশি ঢাকা, মোংলা, কমলাপুর আইসিডি ও পানগাঁও কাস্টম খোলা থাকবে।
এসএম/জেডএইচ/জেআইএম