স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে কৃষি ব্যাংকের ঋণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২২ পিএম, ৩০ মার্চ ২০২২

ঢাকার ধামরাইয়ে বাংলাদেশ কৃষি ব্যাংক বালিয়া শাখার উদ্যোগে ১০০ কৃষককে ৭৮ লাখ টাকা কৃষিঋণ বিতরণ করা হয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে এ কৃষিঋণ দেওয়া হয়।

বুধবার (৩০ মার্চ) দুপুরে বালিয়া বাস ষ্টান্ডে এ উপলক্ষে ‘প্রকাশ্যে ঋণ বিতরণ অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) ব্যবস্থাপনা পরিচালক মো. ইসমাইল হোসেন। তিনি বলেন, বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এই অর্জনের পেছনে এ দেশের কৃষকদের ভূমিকা অপরিসীম। তারা অক্লান্ত পরিশ্রম করে ফসল ফলায় বলেই আমাদের খাদ্য আমদানি করতে হয় না।

কৃষকদের ফসল উৎপাদনে নিরলস কৃষিঋণ দিচ্ছে বিকেবি জানিয়ে তিনি বলেন, করোনাকালীন টাকার অভাবে কৃষকদের ফসল উৎপাদন যেন ব্যাহত না হয়, সে জন্য প্রধানমন্ত্রী তাদের জন্য প্রণোদনা ঘোষণা করেন। আর কৃষি ব্যাংক সেই প্রণোদনার শতভাগ বাস্তবায়ন করে কৃষকদের পাশে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হলো কৃষি। আর কৃষকরাই দেশের প্রকৃত নায়ক। কৃষিঋণ ছাড়াও কৃষি ব্যাংক ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ও শিল্পখাতে ঋণ দিয়ে থাকে। কৃষি ব্যাংকে কৃষকরা হয়রানিমুক্ত সেবা পাবেন বলেও এ সময় উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিকেবি ঢাকা বিভাগের মহাব্যবস্থাপক মোহা. খালেদুজ্জামান, বিকেবির ঢাকা বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা কাজী কাওসার আহমাদ। এতে সভাপতিত্ব করেন বিকেবি ঢাকা অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মুহাম্মদ রাশিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিকেবি বালিয়া শাখার ম্যানেজার মুহাম্মাদ মাছুদুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতা ইউনিয়নের চেয়ারম্যান মো. আরিফ হোসেন, বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. মজিবর রহমানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা।

ইএআর/এমপি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।