ফারমার্স ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৬ পিএম, ১৩ জানুয়ারি ২০১৬

পরিচালনা ত্রুটি এবং ঋণ প্রদানে অনিয়মের কারণে এবার পর্যবেক্ষক নিয়োগ দেয়া হয়েছে বেসরকারি খাতের নতুন প্রজন্মের ব্যাংক ফারমার্স ব্যাংকে। বুধবার ব্যাংকে এ সংক্রান্ত চিঠি দেয়া হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংকের সহকারী মূখপাত্র এএমএম আসাদুজ্জান পর্যবেক্ষক নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছন।

জানা গেছে, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা মহিউদ্দীন খান আলমগীর ফারমার্স ব্যাংকের কর্ণধার।

বাংলাদশে ব্যাংক সূত্র জানায়, শুরু থেকেই ব্যাংকটি পরিচালনায় সুশাসনের ঘাটতি ছিল। এ কারণে এর আগে জরিমানাও গুণতে হয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে।

সংশোধিত ব্যাংক কোম্পানী আইনের ৪৯ ধারার (খ)  উপধারা মোতাবেক নতুন করে পর্যবেক্ষক দেয়া হলো। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ শাখার মহাব্যস্থাপক এমএএন আবুল কাশেম পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

তিনি এখন থেকে ব্যাংকের ঝুকি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি করবেন। এমনকি ব্যাংকের নিয়মিত পরিচালনা পর্ষদের সভায় (বোর্ড মিটিং) উপস্থিত থেকে নির্দেশনা দিতে পারবেন।

জানা গেছে, এই নিয়ে ব্যাংকিং খাতে পর্যবেক্ষক পেলো ১৫টি ব্যাংক।

এসএ/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।