ভোজ্যতেলের দাম বৃদ্ধির কারণ অনুসন্ধানে কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ১০ মার্চ ২০২২
ফাইল ছবি

ভোজ্যতেলের দাম বৃদ্ধির কারণ অনুসন্ধানে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন।

বৃহস্পতিবার (১০ মার্চ) সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা শেখ রুবেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাজারে সম্প্রতি ভােজ্যতেলের মূল্যবৃদ্ধি ও অস্থিরতা বাংলাদেশ প্রতিযােগিতা কমিশনের দৃষ্টিগােচর হয়েছে। ভােজ্যতেলের বাজারে প্রতিযােগিতা পরিপন্থি কর্মকাণ্ড ও কৃত্রিম সংকট বিষয়ে প্রতিযােগিতা আইন,২০১২ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অনুসন্ধান কাজ পরিচালনার জন্য ইতােমধ্যে তিন সদস্যবিশিষ্ট অনুসন্ধান দল গঠন করা হয়েছে।

বাজারে প্রতিযােগিতাবিরােধী কর্মকাণ্ড পরিলক্ষিত হলে বাংলাদেশ প্রতিযােগিতা কমিশনের সচিব (ই-মেইল: [email protected]) বরাবর এ সংক্রান্ত তথ্য প্রদান করতে সকলকে আহ্বান জানানাে হচ্ছে। তথ্য প্রদানকরীর পরিচয় গােপন রাখা হবে।

আইএইচআর/বিএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।