শেয়ারবাজারে সক্রিয় কারসাজি চক্র
টানা তিন কার্যদিবস দরপতনের পর অবশেষে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের দুই শেয়ারবাজারে সূচকের সঙ্গে লেনদেন সামান্য বেড়েছে। তবে এদিন সূচকের ব্যাপক ওঠানামা লক্ষ্য করা গেছে। বাজারে কারসাজিচক্র ভর করায় সূচক ব্যাপক ওঠানামার পর দিন শেষে লেনদেন সামান্য বেড়েছে বলে মনে করছেন সাধারণ বিনিযোগকারীরা।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, মঙ্গলবার শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বমুখি প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হলেও প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সকাল ১১টার পর সূচকের নিম্মমুখি প্রবণতা লক্ষ করা গেছে। যার ধারাবাহিকহতায় সকাল ১১টা তিন মিনিট থেকে ২৬ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ২৩ মিনিটে ২৬ পয়েন্ট পতন হয়। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র ছিল।
এদিকে দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৬৫ পয়েন্টে, ডিএসইএস শরিয়াহ সূচক দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ১৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৫৭ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে লেনদেন হয়েছে ৫৭৩ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা আগের কার্যদিবসের চেয়ে ৪৬ কোটি টাকা বেশি। সোমবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৫২৭ কোটি টাকা।
মঙ্গলবার ডিএসইতে মোট ৩২১ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭১টির, কমেছে ১১১টির আর অপরিবর্তিত আছে ৩৯ টি প্রতিষ্ঠানের শেয়ার দর।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স ১৯ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬৮৩ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই৫০ সূচক দশমিক ৩১ পয়েন্ট কমে ১ হাজার ৩৩ পয়েন্টে, সিএসই৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৫৩৩ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৩২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২৭১ পয়েন্টে এবং সিএসআই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ৯৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
সিএসইতে মোট ২৩৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৫ টির, কমেছে ৮৯টির আর অপরিবর্তিত আছে ২৪ টি কোম্পানির শেয়ার দর। সিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ৩৮ কোটি ১৯লাখ টাকা।
বাজারে তিন দিন টানা দরপতনের পর মঙ্গলবার সূচকের ব্যাপক উত্থান পতন সম্পর্কে একাধিক বিনিয়োগকারীর সঙ্গে আলাপকালে তারা জানান, সকালে লেনদেন শুরুর পর সূচক ঊর্ধ্বমুখি থাকলেও কিছু সময়ের মধ্যে তা পড়ে যায়। সারাদিন সূচক অনেক বেশি ওঠানামা করেছে। এতে বুঝা গেছে বাজারে কারসাজিচক্র ভর করেছে।
লঙ্কাবাংলা সিকিউরিটিজ হাউজের বিনিয়োগকারী পালাশ আহমেদ বলেন, বাজারে টানা দরপতনের পর হঠাত অস্থির ওঠা-নামা করেছে। এতে সাধারণ বিনিয়োগকারীরা লোকসানে পড়ছে, বড় বিনিয়োগকারীরা লাভবান হচ্ছে। কারসাজি চক্র ভর করায় বাজার এভাবে ওঠানামা করেছে বলে মনে করেন তিনি।
এসআই/এএইচ/আরআইপি