পাঠাও কুরিয়ারকে ‘ক্যাশ কালেকশন’ সেবা দেবে উপায়

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:২৯ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২২

পাঠাও লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান পাঠাও কুরিয়ারকে ‘ক্যাশ কালেকশন’ সেবা দেবে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান উপায়। সম্প্রতি উপায় হেড অফিসে উপায় ও পাঠাওয়ের মধ্যে এ-সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।

রোববার (২৭ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপায়ের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল হোসেন ও পাঠাওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে সই করেন। এ চুক্তির আওতায় পাঠাও কুরিয়ার সার্ভিসের ৫৩টি পয়েন্ট থেকে দৈনিক ক্যাশ কালেকশন করবে উপায়।

অনুষ্ঠানে উপায়ের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রেজাউল হোসেন বলেন, পাঠাও কুরিয়ারকে ক্যাশ কালেকশন সেবা দিতে পেরে আমরা আনন্দিত। আমাদের এ সেবা পাঠাও কুরিয়ারের ক্যাশ ম্যানেজমেন্টকে আরও কার্যকরি ও স্বাচ্ছ্যন্দময় করবে। আশা করছি এ চুক্তির মাধ্যমে উপায় ও পাঠাওয়ের সম্পর্ক আরও সম্প্রসারিত হওয়ার সুযোগ পাবে।

চুক্তি সইয়ের বিষয়ে পাঠাওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ বলেন, এ চুক্তির মাধ্যমে একটি উন্নত প্রযুক্তিসম্পন্ন দক্ষ ও নিরাপদ প্ল্যাটফর্মের সেবা নিতে পারবে পাঠাও কুরিয়ার। আমার বিশ্বাস, এর ফলে পাঠাওয়ের ব্যবসায়িক কার্যক্রমের গতি আরও বাড়বে।

অনুষ্ঠানে উপায় ও পাঠাওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২০২১ সালের ১৭ মার্চ আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবসিডিয়ারি ‘উপায়’। বর্তমানে উপায় বিস্তৃত পরিসরে এমএফএস সেবা দিচ্ছে ইউএসএসডি ও মোবাইল অ্যাপ উভয়ের মাধ্যমে। উপায়য়ের মাধ্যমে গ্রাহকরা সব ধরনের আর্থিক লেনদেন যেমন ক্যাশ-ইন, ক্যাশ-আউট, ইউটিলিটি বিল পেমেন্ট, মার্চেন্ট ও ই-কমার্স পেমেন্ট করতে পারছেন। এছাড়াও রেমিট্যান্স, বেতন ও সরকারি ভাতা গ্রহণ, মোবাইল রিচার্জ, ট্রাফিক ফাইন পেমেন্ট ও ভারতীয় ভিসা ফি পেমেন্টের মতো এক্সক্লুসিভ সেবা নিতে পারছেন। বর্তমানে উপায়য়ের গ্রাহক সংখ্যা ৫০ লাখ ও দেশব্যাপী এক লাখ এজেন্টের বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে।

এদিকে দেশীয় প্রতিষ্ঠান পাঠাও যাত্রা শুরু করে ২০১৫ সালে। রাইড শেয়ারিং সেবায় নেতৃত্ব দেওয়ার পর এ ডিজিটাল প্ল্যাটফর্মের সেবা বিস্তৃত হয়েছে ফুড ডেলিভারি, কুরিয়ার ও ই-কমার্স লজিস্টিকস খাতে। বর্তমানে প্রায় ৮০ লাখ গ্রাহক, ৩ লাখ চালক ও ডেলিভারি এজেন্ট, ৩০ হাজার মার্চেন্ট ও ১০ হাজার রেস্টুরেন্টের বিশাল নেটওয়ার্ক আছে পাঠাওয়ের।

এমআইএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।