অ্যাপোলো ইস্পাতের আয় বেড়েছে ৩৭ শতাংশ


প্রকাশিত: ০৪:১৮ এএম, ২২ নভেম্বর ২০১৪

২০১৪-১৫ অর্থ বছরের প্রথম প্রান্তিকে শেয়ারবাজারে তালিকাভূক্ত প্রকৌশল খাতের কোম্পানি অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের আয় বড় অংকে বেড়েছে। সূত্র বলছে, প্রথম প্রান্তিকে এর আয় বেড়েছে ৩৬ দশমিক ৮৩ শতাংশ বেড়েছে। আর টাকার অংকে ২০১৪-২০১৫ অর্থ বছরের প্রথম প্রান্তিকে নীট আয় হয়েছে তের কোটি বাহান্ন লক্ষ পয়ষট্টি হাজার টাকা। ২০১৩-২০১৪ অর্থ বছরের প্রথম প্রান্তিকে নীট আয় হয়েছিল নয় কোটি আটাশি লক্ষ সাতান্ন হাজার সাতশত ঊনষাট টাকা।

জানা গেছে, ২০১৪-২০১৫ অর্থ বছরের প্রথম প্রান্তিকে ই.পি.এস. দাঁড়িয়েছে দশমিক ৫৪ যখন কোম্পানীর শেয়ার সংখ্যা ২৫ কোটি। ২০১৩-২০১৪ অর্থ বছরের প্রথম প্রান্তিকে ই.পি.এস. ছিল দশমিক ৬৬ তখন কোম্পানীর শেয়ার সংখ্যা ছিল ১৫ কোটি।

আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা গেছে, কোম্পানীর শেয়ার সংখ্যা যদি ১৫ কোটি থাকতো তাহলে এই ই.পি.এস. দাঁড়াত দশমিক ৯০। অনুরূপভাবে হিসাব করলে কোম্পানীর নীট এ্যাসেট ভ্যালু প্রতি শেয়ারে বেড়েছে। কোম্পানীর আলোচ্য কোয়াটারে নীট আয় বাড়ার অন্যতম প্রধান কারণ দায় কমে যাওয়ায় সুদ খাতে ব্যায় কমেছে প্রায় ২ কোটি টাকা। অন্যদিকে কোম্পানীর শেয়ার ষ্টক এক্সচেঞ্জ সমূহে তালিকাভুক্ত হওয়ায় আয়করের হার ৩৭ দশমিক ৫০ থেকে কমে ২৭ দশমিক ৫০ হয়েছে। একারনেও কোম্পানীর আয়কর খাতে খরচে সাশ্রয় হয়ে নীট আয় বৃদ্ধি পেয়েছে প্রায় ২ কোটি টাকা।

এদিকে ঘোষিত ১৫ শতাংশ স্টক লভ্যাংশে বিনিয়োগকারীদের অনুমোদন নিতে ও অন্যান্য এজেন্ডা বাস্তবায়নে আগামী ২১ ডিসেম্বর বেলা ১২টায় নরসিংদীর পাঁচদোনার চৈতাবো এলাকার ড্রিম হলিডে লিমিটেডে ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে বলে সূত্র বলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।