আরফান আলী ব্যাংক এশিয়ার এএমডি


প্রকাশিত: ১০:২৭ এএম, ০৯ জানুয়ারি ২০১৬

ব্যাংক এশিয়া লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক-এএমডি হিসাবে পদোন্নতি পেয়েছেন মো. আরফান আলী । আরফান আলী ২০১৩ সাল থেকে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দ্বায়িত্ব পালন করছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায়ে প্রশাসন ইনস্টিটিউট থেকে এমবিএ করার পর আরফান আলী ১৯৯১ সালে আরব বাংলাদেশ ব্যাংকে প্রবেশনারী অফিসার হিসাবে কর্মজীবন শুরু করেন। ব্যাংক এশিয়ায় যোগদানের পূর্বে তিনি কোরিয়ান হানিল ব্যাংকে (বর্তমানে উরি ব্যাংক) কর্মরত ছিলেন।

বর্ণময় কর্মজীবনে আরফান আলী দেশি-বিদেশি ব্যাংকে কর্পোরেট ও রিটেল ব্যাংকিং-এর ক্ষেত্রে বহুমুখী অভিজ্ঞতায় সমৃদ্ধ। ব্যাংক এশিয়ার যাত্রা শুরুতেই তিনি ব্যাংকে যোগদান করেন এবং বিভিন্ন শাখায় ও প্রধান কার্যালয়ের গুরুত্বপূর্ণ বিভাগসমূহে দায়িত্ব পালন করেন। ব্যাংক এশিয়ার মাধ্যমে বাংলাদেশে এজেন্ট ব্যাংকিং সেবা প্রবর্তনে তিনি অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন।

শিক্ষানুরাগী আরফান আলী বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ অনুষদে খণ্ডকালীন শিক্ষক হিসাবে পাঠদান করে থাকেন।

এসএ/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।