পূবালী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ চায় মুক্তিযুদ্ধ মঞ্চ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩০ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২২

পূবালী ব্যাংকের চেয়ারম্যান মনজুরুর রহমানকে ব্যাংক থেকে অপসারণ করে গ্রেফতারের দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এ দাবি জানানো হয়। এসময় বক্তারা মনজুরুর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন।

মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ডেলটা ইনস্যুরেন্সের গ্রাহকদের এক হাজার ১৪১ কোটি টাকা আত্মসাৎ করে নেওয়া পূবালী ব্যাংকের চেয়ারম্যান মনজুরুর রহমানকে অপসারণ করে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন মজুমদার বলেন, ডেলটা লাইফ ইনস্যুরেন্সের ২৫ লাখ গ্রাহকের আমানত লোপাট করার অভিযোগ উঠেছে। ২০১২-১৮ সাল পর্যন্ত বীমা কোম্পানিটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্বে থাকা মনজুরুর রহমানের বিরুদ্ধে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে এক হাজার ১৪১ কোটি টাকা লোপাটের তথ্য-প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ।

ভাস্কর শিল্পী রাশা বলেন, সম্প্রতি বিদেশে অর্থপাচারকারীদের নামের তালিকা হাইকোর্টে দাখিল করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। তালিকায় ৬৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম তুলে ধরা হয়েছে। অর্থপাচারের অভিযোগ উত্থাপিত হওয়ায় এদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. আল মামুনের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

এসময় আরও উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিন জালাল, সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মাহিমসহ অন্যরা।

আরএসএম/একেআর/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।