নতুন মুদ্রানীতি ঘোষণা আগামী সপ্তাহে


প্রকাশিত: ০২:৩৫ পিএম, ০৭ জানুয়ারি ২০১৬

বাংলাদেশ ব্যাংক আগামী সপ্তাহে চলতি ২০১৫-১৬ অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন) জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করবে।
বৃহস্পতিবার এ বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. বিরূপাক্ষ পাল। তিনি বলেন, ‘জানুয়ারির মাঝামাঝি সময়ে আমরা নতুন মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছি।’

বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়িয়ে প্রবৃদ্ধি জোরালো করার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে এবারের মুদ্রানীতি প্রণয়ন করা হচ্ছে বলে জানান ড. বিরূপাক্ষ পাল। তিনি বলেন, ‘মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখে উচ্চ প্রবৃদ্ধি অর্জন বড় চ্যালেঞ্জ। আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলা করে কিভাবে লক্ষ্য অর্জন করা যায় এ নিয়ে পর্যালোচনা করছি।’

গভর্নর ড. আতিউর রহমান গত ৩০ জুলাই বছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করেন। এতে বেসরকারিখাতে যোগান বাড়িয়ে উৎপাদন বৃদ্ধির মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার সতর্ক পদক্ষেপ গ্রহণ করা হয়।

একে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।