৬টি জাহাজ কিনছে বিএসসি
সরকারি মালিকানাধীন বাণিজ্যিক প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) বহরে নতুন ছয়টি পণ্যবাহী জাহাজ যুক্ত হচ্ছে। তিনটি তেলবাহী (প্রোডাক্ট ওয়েল ট্যাঙ্কার) ও তিনটি অন্যান্য পণ্যবাহী (বাল্ক ক্যারিয়ার) জাহাজ সংগ্রহ করতে ব্যয় হবে এক হাজার ৪৩৯ কোটি ১০ লাখ টাকা। চীনের সরকারি প্রতিষ্ঠান ‘চায়না ন্যাশনাল মেশিনারি করপোরেশনের (সিএমসি) সহায়তায় চায়না এক্সিম ব্যাংকের সহজ ঋণ সহায়তায় বিএসসি এ জাহাজগুলো সরাসরি কিনবে।
১৯৯১ সালের পর বিএসসির বহরে নতুন জাহাজ যুক্ত করতে উদ্যোগ নিল সরকার। নৌপিরবহন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জ্বালানি তেল, সার, খাদ্য শস্য, চিনি, সিমেন্ট ক্লিংকারসহ বিভিন্ন পণ্য পরিবহনে সরকারকে বিপুল অংকের বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয়। এ জাহাজগুলো দিয়ে পণ্য পরিবহন করা গেলে প্রচুর বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব হবে। সক্ষমতা বাড়বে বিএসসির।
জাহাজ কিনতে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য নৌপরিবহন মন্ত্রণালয় থেকে একটি প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।নৌপরিবহন সচিব সৈয়দ মনজুরুল ইসলাম স্বাক্ষরিত প্রস্তাবের সার-সংক্ষেপে বলা হয়েছে, ২০১১ সালের সেপ্টেম্বরে বিএসসি চীন সরকারের কনসেশন লোনের অধীনে জাহাজ কেনার জন্য চায়না সিএমসিকে প্রস্তাব দেয়। ২০১২ সালের ১৫ জুন বিএসসি ও সিএমসির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। চলতি বছরের ৩০ এপ্রিল চায়না সিএমসির সঙ্গে নৌপরিবহন মন্ত্রণালয়ের বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়।
নৌপরিবহন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিটি ট্যাংকারের ক্রয়মূল্য ধরা হয়েছে ২৮২ কোটি ও প্রতিটি বাল্ক ক্যারিয়ারের ক্রয়মূল্য ধরা হয়েছে ১৯৭ কোটি টাকা। চুক্তি অনুযায়ী, আগামী ২০১৬ সালে চীন থেকে ছয়টি জাহাজ বাংলাদেশে আসবে।