যত লকডাউন অর্থনীতির তত ক্ষতি: এফবিসিসিআই সভাপতি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫৬ পিএম, ১২ জানুয়ারি ২০২২

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় যে দেশগুলো যত দীর্ঘ সময় লকডাউন দিয়েছে তাদের অর্থনীতি তত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বাংলাদেশের উচিত হবে, লকডাউনের কথা না ভেবে কোভিড-১৯ নিয়ন্ত্রণে আরও বেশি জনসচেতনতা বাড়ানো এবং স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিত করা।

বুধবার (১২ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন এসব কথা বলেন।

তিনি বলেন, এখন করোনাভাইরাসের নতুন নতুন ভ্যারিয়েন্ট আসছে। সময়টা এমন যাচ্ছে যে, মনে হচ্ছে কোভিড আমাদের জীবনের একটা অংশ হয়ে দাঁড়াচ্ছে। এটাকে নিয়েই আমাদের চলতে হবে, অর্থনীতিকে দাঁড় করাতে হবে।

লকডাউন প্রসঙ্গে এফবিসিসিআই সভাপতি বলেন, লকডাউন চলাকালীন বিভিন্ন সেক্টরে ক্রয়াদেশ বাতিল হয়েছিল। থমকে ছিলো ব্যবসা-বাণিজ্য। এখন প্রচুর ক্রয়াদেশ আসছে, কারখানায় পুরোদমে কাজ চলছে। ফলে এসব দিক বিবেচনায় লকডাউন কোনো সমাধান আনবে না।

তিনি বলেন, করোনাকালীন বেশি সময় লকডাউন দেওয়া দেশগুলোর অর্থনীতি ভালো ছিলো না। অর্থনীতির কথা বিবেচনায় নিয়ে আমাদের উচিত, কোভিড নিয়ন্ত্রণে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি নিশ্চিত করা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিবসহ সংগঠনটির অন্যান্য নেতারা।

ইএআর/এমকেআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।