জেসিআই ঢাকা ইস্টের নতুন সভাপতি তাহসীন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০২ পিএম, ০৫ ডিসেম্বর ২০২১

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের সবচেয়ে পুরনো চ্যাপ্টার জেসিআই ঢাকা ইস্ট-এর চতুর্থ সাধারণ সদস্য সভা এবং জেনারেল অ্যাসেম্বলি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (০৪ ডিসেম্বর) রাজধানীর গুলশান ক্লাবে এ সভা ও অ্যাসেম্বলি অনুষ্ঠিত হয়।

জেসিআই ঢাকা ইস্টের ২০২২ সালের স্থানীয় সভাপতি নিবাচিত হয়েছেন তাহসীন আজিম সেজান। একইসঙ্গে নির্বাচিত হন স্থানীয় ভাইস প্রেসিডেন্ট ও ডিরেক্টরস। পরে নতুন কমিটির শপথ পাঠ অনুষ্ঠিত হয়।

এসময় ইমিডিয়েট পাস্ট লোকাল প্রেসিডেন্ট এজাজ মোহাম্মদ, জেসিআই বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর ওয়াসিফ ওয়াহেদ এবং লোকাল সেক্রেটারি জেনারেল সালমা আক্তার উপস্থিত ছিলেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেসিআই বাংলাদেশের নাশনাল এক্সিউটিভ ভাইস প্রেসিডেন্ট।

জেসিআই ক্রিড, মিশন ও ভিশন উপস্থাপনের মাধ্যমে শুরু হওয়া এ সাধারণ সদস্য সভায় বিভিন্ন বিষয় সদস্যদের অভিহিত করা হয়।

জেসিআই ১৮ থেকে ৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি বৈশ্বিক সংগঠন। এটির ১২০টির বেশি দেশে কার্যক্রম রয়েছে এবং সারা বিশ্বে এর সদস্য সংখ্যা দুই লাখেরও বেশি।

ইএআর/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।