প্রায় ১৫ লাখ টাকা আয়কর দিলো আ.লীগ


প্রকাশিত: ০২:৫০ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৫

২০১৫-১৬ অর্থবছরে ১৪ লাখ ৬৮ হাজার ৫৬১ টাকা আয়কর দিয়েছে আওয়ামী লীগ।

মঙ্গলবার বেলা ১২ টার দিকে অধিক্ষেত্রভুক্ত কর অঞ্চল-১ এ আয়কর রিটার্ন জমা দেয়া হয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দি তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, মঙ্গলবার বেলা ১২টার দিকে সুজিত রায় নন্দী ও ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপনের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল আয়কর রিটার্ন জমা দেন।

আওয়ামী লীগের ইলেক্ট্রনিক করদাতা শনাক্তকরণ নম্বর (ই-টিআইএন) হচ্ছে (৬৫৬৭৬৬৬৪০০৭৭)। কর অঞ্চল-১ এর কর সার্কেল-২০ অধিক্ষেত্রভুক্ত করদাতা আওয়ামী লীগ।

২০১৫-১৬ করবর্ষে আওয়ামী লীগের মোট আয় ছিল ৯ কোটি ৫ লাখ ৪৫ হাজার ৬৪৩ টাকা। আর মোট ব্যয় ছিল ৩ কোটি ৪৪ লাখ ৪০ হাজার ৮২১ টাকা। আয়কর দিয়েছে ১৪ লাখ ৬৮ হাজার ৫৬১ টাকা।

এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।