এবারও হচ্ছে না আয়কর মেলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩৬ পিএম, ২৬ অক্টোবর ২০২১

করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় এবারও আয়কর মেলা হচ্ছে না।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম এ কথা জানিয়ে বলেছেন, আমরা এবার মেলা করতে পারছি না। এর পরিবর্তে গত বছরের মতো সার্কেল ও কর অঞ্চলগুলোতে মেলার পরিবেশ নিয়ে আসবো। কারণ করোনা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি।

নভেম্বর মাসজুড়ে কর সেবা প্রদান উপলক্ষে মঙ্গলবার (২৬ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের ৩১টি কর অঞ্চলে ৬৪৯টি সার্কেলে গতবারের মতো এবারও ১-৩০ নভেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন গ্রহণ করা হবে। তবে কয়েক জায়গায় বিশেষ সেবা বুথ দিচ্ছি। যেমন ঢাকায় সরকারি কর্মকর্তাদের জন্য কর অঞ্চল ছাড়াও সচিবালয়ে একটি বুথ করেছি।

সরকারি চাকরিজীবীরা যাতে তাদের সময় বাঁচাতে পারেন। ১-১৪ তারিখ সচিবালয়ের বুথে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সেবা পাবেন। এছাড়া অফিসার্স ক্লাবেও তারা আয়কর রিটার্ন দিতে পারবেন। সশস্ত্র বাহিনীর সদস্যরা ঢাকা সেনানিবাসে ৯-১০ নভেম্বর, দুদিন রিটার্ন জমা দিতে পারবেন। ২৪ নভেম্বর সর্বোচ্চ কর প্রদানকারী ১৪১ জনকে সম্মাননা প্রদান করা হবে।

চলতি অর্থবছরের প্রথম তিন মাসে ৪ লাখের বেশি মানুষ ই-টিআইএন রেজিস্ট্রেশন করেছেন। ২০২০-২১ অর্থবছরে নিবন্ধনের এ সংখ্যা ১৩ লাখ। এ পর্যন্ত মোট ৬৭ লাখ ৯২ হাজার ব্যক্তি ই-টিআইএন রেজিস্ট্রেশন নিয়েছেন বলেও জানান রাজস্ব বোর্ডের চেয়ারম্যান।

টিআইএন রেজিস্ট্রেশনের প্রবৃদ্ধি সন্তোষজনক হলেও রিটার্ন দাখিল বাড়েনি কেন, এমন প্রশ্নের জবাবে রহমাতুল মুনিম বলেন, টিআইএন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হলেও আমরা এখনো কঠোর হচ্ছি না। আমরা চাই করদাতারা নিজ উদ্যোগে রিটার্ন দাখিল করুন। আমরা ডোর টু ডোর সার্ভে শুরু করেছি। তবে করোনার কারণে বন্ধ ছিল।

সংবাদ সম্মেলনে রাজস্ব বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএম/এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।