‘টেস্টি ট্রিট’ ও ‘ফ্রাই বাকেট’র পণ্য পৌঁছে দেবে পাঠাও ফুড

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:২৯ পিএম, ০৫ অক্টোবর ২০২১

দেশের জনপ্রিয় ফাস্ট ফুড ব্র্যান্ড ‘টেস্টি ট্রিট’ ও ‘ফ্রাই বাকেট’র পণ্য দ্রুত সময়ের মধ্যে রাজধানীর বিভিন্ন প্রান্তে পৌঁছে দেবে অনলাইন ফুড ডেলিভারি প্রতিষ্ঠান পাঠাও ফুড। এ লক্ষ্যে পাঠাও ফুডের সঙ্গে টেস্টি ট্রিট ও ফ্রাই বাকেটের একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

সম্প্রতি রাজধানীর গুলশানে পাঠাও ফুডের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর হয়। টেস্টি ট্রিট ও ফ্রাই বাকেটের হেড অব বিজনেস ইব্রাহিম খলিল ও পাঠাও ফুডের প্রেসিডেন্ট ফাহিম আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে সই করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে টেস্টি ট্রিট ও ফ্রাই বাকেটের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. হাসানুজ্জামান, পাঠাও ফুডের সিনিয়র ম্যানেজার মহিবুল্লাহসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।