বেনাপোলে আমদানি বাণিজ্য বন্ধ


প্রকাশিত: ০৯:১৪ এএম, ১৭ নভেম্বর ২০১৪

বেনাপোল-পেট্টাপোল স্থল বন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি বাণিজ্য আবারো বন্ধ হয়ে গেছে। সোমবার সকাল থেকে কোনো পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করেনি। ভারতীয় সিঅ্যান্ডএফ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের ডাকা কর্মবিরতিতে বাংলাদেশের সঙ্গে রোববার ও সোমবার দুদফায় বন্ধ হয়ে যায় আমদানি বাণিজ্য। এতে বন্দর মেইন সড়কে আটকা পড়ে শতাধিক পণ্যবাহী ট্রাক। তবে রপ্তানি ও পাসপোর্ট যাত্রী যাতায়াত রয়েছে স্বাভাবিক।

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার কর্মরত রাজস্ব কর্মকর্তা খাইরুল এনাম জানান, ওপারের কাস্টমসের মধ্যে দ্বন্দ্বের কারণে ভারতের সিঅ্যান্ডএফ কাজকর্ম বন্ধ করে দেয়। এর ফলে আমদানি বন্ধ হয়ে যায়। তবে রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের কাজকর্ম স্বাভাবিক নিয়মে চলছে।


পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।