ইউনিটেক হোল্ডিংসের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ


প্রকাশিত: ১০:২১ এএম, ২০ ডিসেম্বর ২০১৫

ইউনিটেক হোল্ডিংস অ্যান্ড টেনোলজিস লিমিটেডের বিরুদ্ধে জমি দখল, জালিয়াতি, প্রতারণা ও ফ্লাট বিক্রির টাকা আত্মসাতের অভিযোগ করেছেন প্রবাসীরা। রোববার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে প্রতারণতার শিকার সুমন রহমানের ছোট ভাই আরাফাত রহমান জানান,  প্রবাসীদের সঙ্গে চুক্তি করে বিভিন্ন প্রজেক্ট হাতে নেয় ইউনিটেক হোল্ডিংস অ্যান্ড টেনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম জাহিদুল ইসলাম ও তার ভাই পরিচালক এস এম সাজেদুল ইসলাম কিন্তু তারা সেটি কার্যকর করে না। এবং তারা যে সমস্ত প্রজেক্ট ক্রেতাদের দেখায় বাস্তবে এমন কোনো প্রজেক্ট তাদের নেই।

সংবাদ সম্মেলনে প্রতারণার শিকার প্রবাসীরা, ইউনিটেক হোল্ডিংস অ্যান্ড টেনোলজিস লিমিটেডের সকল প্রজেক্ট ও  রিহ্যাবের সঙ্গে সম্পর্ক, বাতিলের পাশাপাশি এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে সকল মামলার কার্যকরের দাবি জানানো হয়।

এএস/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।