ছাড়পত্র ছাড়া স্কিন ক্রিম বিক্রি, দুই ফার্মেসিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১৮ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২১

ছাড়পত্র না নিয়ে স্কিন ক্রিম বিক্রি করায় দুই ফার্মেসিকে জরিমানা করেছেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর বনশ্রী এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তারের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

বিজ্ঞাপন

অভিযানে বনশ্রী সি ব্লকের সানজিদা ফার্মাকে আমদানি করা স্কিন ক্রিম (চাঁদনী, ডিউ, গোরি, ফিম ব্র্যান্ডের), আফটার সেভ লোশন ও বেবি লোশন পণ্যের বিএসটিআইয়ের ছাড়পত্র না নিয়ে বিক্রি, বিতরণ, বাজারজাত ও সরবরাহ করার অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

একই এলাকার তামান্না ফার্মেসিকে স্কিন ক্রিম (ডিউ) পণ্য ছাড়পত্র ছাড়া বিক্রি করায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

অভিযানে বিএসটিআইয়ের প্রসিকিউটিং অফিসার হিসেবে ফিল্ড অফিসার (সিএম) মাকসুদা রুনা উপস্থিত ছিলেন।

এনএইচ/এআরএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।